সালমান শাহ: অসময়ে ঝরে যাওয়া তারা


:: রহমান পাভেল ::

এ দেশের চলচ্চিত্র দর্শকদের মনে গভীর দাগ রেখে আজ থেকে ১৮ বছর আগে বড় অসময়ে চলে যান চলচ্চিত্র নায়ক সালমান শাহ। ঢালিউডের আকাশে ধুমকেতুর মতোই তিনি জ্বলে ওঠেছিলেন। অল্পসময়েই পৌছে যান জনপ্রিয়তার তুঙ্গে। ঝরে যান আকস্মিকভাবে বড় অসময়ে। দেড় যুগেও তার শূন্যতা পূরণ হয়নি বাংলাদেশের চলচ্চিত্রে।

সোহানুর রহমান সোহান পরিচালিত কেয়ামত থেকে কেয়ামত ছবির মাধ্যমে ১৯৯৩ সালে বাংলাদেশের চলচ্চিত্র জগতে প্রবেশ। এরপর আর পেছন ফিরে তাকাতে হয় নি তাঁকে। খুবই অল্প সময় রাজত্ব করেছিলেন বাংলাদেশের চলচ্চিত্র ভুবনের এই কিংবদন্তি অভিনেতা। কাজ করেছেন মাত্র  ২৭ টির মতো চলচ্চিত্রে। তাঁর সাবলীল অভিনয় নৈপুণ্যে জয় করেছিলেন কোটি মানুষের ভালবাসা। হয়ে উঠেছিলেন বাংলাদেশের সিনেমা জগতের.................


# বাকি অংশ পড়তে ক্লিক করুন এখানে >   সালমান শাহ: অসময়ে ঝরে যাওয়া তারা

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)