ঢাকা ছাড়তে ব্যাকুল আদুরী


:: রুদ্র মাহমুদ ::

ঢাকা মহানগরীতে মেয়েটি প্রথম যখন আসে চোখ জুড়ে স্বপ্ন ছিল, ভালো থাকার। তিনবেলা পেট ভরে ভাত খাবার। সাহেব-মেমসাহেবকে সাধ্য মতো সেবার বিনিময়ে এই তো ছিল তার চাওয়া। পাশবিক নির্যাতনের চিহ্ন শরীরে বহন করা আদুরীর কাছে এখন এই শহর দুঃস্বপ্নের মতো। ঢাকা ছাড়তে এখন সে ব্যাকুল। মায়ের কাছে বার বার তার করুণ আকুতি, আমাকে গ্রামে নিয়ে চল।

শখ করে কানের দুল পরেছিল আদুরী। এটাই তার অপরাধ। আর এ অপরাধে গৃহকর্ত্রী নদী তাকে অমানুষিক নির্যাতন করে। আটকে রাখে বাথরুমে। রক্তাক্ত আহত আদুরী মারা গেছে ভেবে এক সময় তাকে ফেলে আসা হয় ডাস্টবিনের ময়লার স্তূপে। কিন্তু জীবনমৃত অসহায় আদুরীর সহায় হয়ে দাঁড়ান......

#  আরো পড়তে চাইলে ক্লিক করুন >> প্রতিমুহূর্ত.কম (www.protimuhurto.com)


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)