সরকারের দুই বছর: সাফল্য বনাম ব্যর্থতা

বিপুল হাসান:
টানা দ্বিতীয়মেয়াদে ক্ষমতায় আসা আওয়ামী লীগ সরকার পূর্ণ করলো দুই বছর। মঙ্গলবার তৃতীয় বছরে পা রাখতে চলেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার। যে রাজনৈতিক অস্থিতিশীলতা আর অনিশ্চয়তার মধ্য দিয়ে যাত্রা শুরু করেছিল বর্তমান সরকার দুই বছর পেরিয়ে আসার পর তা অনেকটাই কেটে গেছে। বরং সরকার বেশ কিছু ক্ষেত্রে সাফল্য পাওয়ায় আগের যে কোনো সময়ের তুলনায় এখন অনেক বেশি আত্মবিশ্বাসী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দ্বিতীয়মেয়াদে ক্ষমতায় আসা আওয়ামী লীগ সরকারের এক বছর পূর্তিতে বিএনপি-জামায়াতের সহিংস আন্দোলন ও নাশকতামূলক কর্মকাণ্ডে বেশ চাপের মুখে পড়েছিল সরকার। তবে সেই পরিস্থিতি এখন পাল্টে গেছে। দুই বছর পূর্তিতে আ.লীগ সরকার রয়েছে অনেকটাই সুবিধাজনক অবস্থানে। তবে দেশের নির্বাচনী ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ রেখেই সরকার তৃতীয় বছর শুরু করতে চলেছে।
ফিরে দেখা: টানা দ্বিতীয়মেয়াদে আ.লীগের সরকার গঠন
২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত আলোচিত দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও দলের নেতৃত্বাধীন জোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজয়ী হয়। নির্বাচনে আওয়ামী লীগ পায় ২৩৪টি আসন। শরিক দল ওয়ার্কার্স পার্টি ছয়টি এবং জাসদ পাঁচটি আসনে বিজয়ী হয়। জাতীয় পার্টি পায় ৩৪টি আসন। এ নির্বাচনে ১৫৩টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন প্রার্থীরা। এর মধ্যে আওয়ামী লীগ ১২৭টি, জাতীয় পার্টি ২০টি, জাসদ তিনটি, ওয়ার্কার্স পার্টি দুটি, জেপি একটি আসনে জয়ী হন। এটি ছিল বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে নজিরবিহীন ঘটনা।
দশম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের গেজেট প্রকাশের পরদিন ১০ জানুয়ারি দলের নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে শপথ নেন শেখ হাসিনা। এরপরই আওয়ামী লীগের সংসদীয় কমিটির বৈঠকে শেখ হাসিনাক সর্বসম্মতিক্রমে সংসদ নেতা মনোনীত হন। সংসদীয় রীতি অনুযায়ী রাষ্ট্রপতি আব্দুল হামিদ এদিন সংসদ নেতা শেখ হাসিনাকে সরকার গঠনের আমন্ত্রণ জানান।
২০১৪ সালের ১২ জানুয়ারি তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। এর আগে তিনি এর আগে তিনি দুবার (১৯৯৬-২০০১ এবং ২০০৯-২০১৩) প্রধানমন্ত্রী ছিলেন।
00311
একই সঙ্গেে এদিন শেখ হাসিনার নেতৃত্বে ৪৮ সদস্যের নতুন মন্ত্রিসভা শপথ নেয়। মন্ত্রিসভা গঠনের শুরুতেই চমক তৈরি করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ মন্ত্রিসভায় আওয়ামী লীগের বিতর্কিত ও প্রভাবশালী.......................

বাকি অংশ পড়তে ক্লিক করুন  >  সরকারের দুই বছর: সাফল্য বনাম ব্যর্থতা


বাংলাদেশ ও বিশ্বের ব্যতিক্রমী সংবাদের জন্য > পূর্বপশ্চিমবিডি.কম ( www.purboposhchimbd.com)



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)