যে কারণে ভাষা মতিন পেলেন না রাষ্ট্রীয় সম্মান!




:: বিপুল হাসান ::

‌'ব্যক্তির চেয়ে দল বড়', এই দৃষ্টিভঙ্গিই বোধকরি ক্ষমতাসীন অাওয়ামী লীগের কাছে বড়। দেশের জন্য বক্তিগতভাবে ভাষা সৈনিক আব্দুল মতিনের যা কিছু অবদান থাকুক না কেন, তিনি আওয়ামী লীগের পক্ষে ছিলেন না। তাই মৃত্যুর পর ভাষা মতিনকে দেওয়া হলো না রাষ্ট্রীয় সম্মান।

'দলের চেয়ে দেশ বড়', এ কথাটি বিস্মৃত হয়েছেন ক্ষমতাসীন দলের নীতি নির্ধারকরা। তারা ভুলে গেছেন বাংলাদেশের স্বাধীনতার সূতিকাগার ভাষা আন্দোলনের যোদ্ধা আব্দুল মতিনের ১৯৫২ সালের লড়াকু ভূমিকার কথা।

ভাষা মতিন রাষ্ট্রীয় সম্মান পাওয়ার অযোগ্য, কারণ তিনি ছিলেন ঘোর কমিউনিস্ট। মৃত্যুর পর তাকে প্রাপ্য মর্যাদা দেওয়া হলো না, কারণ একসময় তিনি নকশালপন্থি কমিউনিস্ট ছিলেন।

কেন ভাষা আন্দোলনের কিংবদন্তি সৈনিক হলেও আব্দুল মতিনকে সরকার রাষ্ট্রীয় সম্মান দেখানোর প্রয়োজন মনে করেনি, তা বিশ্লেষণের জন্য একটু পেছন ফিরে দেখতে হবে।

ভাষা সৈনিক আবদুল মতিন একাত্তরের মুক্তিযুদ্ধে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত ছিলেন এবং দলের নীতি অনুযায়ী আওয়ামী লীগের নের্তৃত্বে হওয়া মুক্তিযুদ্ধের বিরোধী..............


##  বাকি অংশ পড়তে ক্লিক করুন এখানে >  যে কারণে ভাষা মতিন পেলেন না রাষ্ট্রীয় সম্মান!

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)