ফিকে হয়ে আসছে পিনাক-৬ খুঁজে পাওয়ার সম্ভাবনা


:: প্রতিমুহূর্ত প্রতিবেদন ::

সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ফিকে হয়ে আসছে পিনাক-৬ লঞ্চটি খুঁজে পাওয়ার সম্ভাবনা। উদ্ধারকারী কর্মীদের মাঝে দানা বাঁধছে হতাশা। নদীর পাড়ে স্বজনের লাশ পাওয়ার আশায় থাকা মানুষের ভিড় কমতে শুরু করেছে। আপনজন হারানোর আর্তনাদ পরিণত হয়েছে এখন বুক চাপা কান্নায়।

বাংলাদেশের সবচেয়ে অত্যাধুনিক প্রযুক্তির স্ক্যানার ব্যবহার করেও মিলছে না পদ্মায় ডুবে যাওয়া পিনাক-৬ লঞ্চটির সন্ধান। চট্টগ্রাম বন্দরের সার্ভে ভেসেল জরিপ-১০ মাওয়া ঘাটের ১ কিলোমিটারের মধ্যে যে ধাতব পদার্থের একটি ইমেজের সন্ধান পায়, সেটি তলিয়ে যাওয়া পিনাক-৬ নাকি অন্য কিছু তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ডুবুরি নামিয়ে অনুসন্ধান চালালেও প্রতিকূল আবহওয়ার কারণে তা ব্যর্থ হয়েছে।

শনিবার রাত ১০টার পর বৈরি আবহাওয়ার কারণে পিনাক-৬ এর উদ্ধার কার্যক্রম সাময়িক স্থগিত...

# বাকি অংশ পড়তে ক্লিক করুন এখানে >  ফিকে হয়ে আসছে পিনাক-৬ খুঁজে পাওয়ার সম্ভাবনা

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)