১২৭ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার নতুন রেকর্ড (সম্পূর্ণ তালিকা)


:: প্রতিমুহূর্ত প্রতিবেদন ::

দশম জাতীয় সংসদ নির্বাচনে ১২৭ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বলে জানিয়েছে। এটি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ার নতুন রেকর্ড।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় এর আগে ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির বিরোধী দলহীন বিতর্কিত নির্বাচনে আসনে ৪৮ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন।

দশম জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময়ই ৩৩ আসনে ক্ষমতাসীন দলের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যান। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৭।

একতরফা এই নির্বাচনে ৩০০ আসনের মধ্যে এই ১২৭টিতে একক প্রার্থী থাকায় এসব নির্বাচনী এলাকায় ভোট গ্রহণের দরকার হবে না। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রাথীদের বেশিরভাগই ক্ষমতাসীন আওয়ামী লীগের। নির্বাচন কমিশন থেকে পাওয়া তথ্য অনুযায়ী— আওয়ামী লীগের ১১৬, জাতীয় পার্টির ৫, জাসদের (ইনু) ৩ , ওয়ার্কার্স পার্টির ২ এবং জাতীয় পার্টির (জেপি) একজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের নির্দেশে তাঁর দলের অনেক প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। তবে জাতীয় পার্টির অর্ধেকেরও বেশি প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেনি বলে জানায় নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ৫ জানুয়ারির  নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে মোট ১৬টি দল।  দলগুলো হলো আওয়ামী লীগ, জাতীয় পার্টি (জাপা), জাতীয় পার্টি (জেপি), গণতন্ত্রী পার্টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, ওয়ার্কার্স পার্টি, জাসদ, তরীকত ফেডারেশন, বাংলাদেশ মুসলিম লীগ, গণফ্রন্ট, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ), বাংলাদেশ জাতীয় পার্টি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ)।


বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের তালিকা --

## সম্পূর্ণ তালিকা দেখতে হলে ক্লিক করুন এখানে : প্রতিমুহূর্ত.কম [ protimuhurto.com ]

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)