ট্রিবিউট টু জর্জ হ্যারিসন


:: রুদ্র মাহমুদ ::

জর্জ হ্যারিসন, একাত্তরের ক্ষত-বিক্ষত বাংলাদেশের প্রিয় বন্ধু। ২০০১ সালের ২৯ নভেম্বর এই ভিনদেশী সহমর্মী পৃথিবী ছেড়ে বিদায় নেন। আমরা এই গুণীশিল্পীকে তার জীবদ্দশায় সম্মান জানাতে পারিনি। মুক্তিযুদ্ধের চেতনা বহনকারী সরকার কী পারতো না 'কনসার্ট ফর বাংলাদেশ' -এর সেই জর্জ হ্যারিসনকে সম্মান জানাতে?

মুক্তিযুদ্ধে ভিনদেশী কণ্ঠযোদ্ধা জর্জ হ্যারিসনের মৃত্যুবার্ষিকীতে তার স্মৃতির উদ্দেশ্যে জানাই প্রতিমুহূর্তের বিনত শ্রদ্ধা।

'মাই ফ্রেন্ড কেম টু মি, উইথ স্যাডনেস ইন হিজ আইস; টোল্ড মি হি ওয়ান্টেড হেল্প, বিফোর হিজ কান্ট্রিজ ডাইজ... বাংলাদেশ বাংলাদেশ হোয়ার সো  মেনি পিপল আর ডায়িং ফাস্ট...।'

১৯৭১ সালের ১ আগস্ট নিউইয়র্কের প্রখ্যাত ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে ‘কনসার্ট ফর বাংলাদেশ’-এ গাওয়া জর্জ হ্যারিসনের তীব্র আবেদনময়ী এই গানটি জাগিয়েছিল........................

আরো পড়তে ক্লিক করুন এখানে >> প্রতিমুহূর্ত.কম [ protimuhurto.com ]

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)