নির্বাচনে প্রার্থী হতে তারকাদের দৌড়ঝাঁপ


:: প্রতিমুহূর্ত প্রতিবেদন ::

শোবিজের তারকাদের রাজনীতিতে জড়ানো এবং নির্বাচনে অংশ নেয়ার ঘটনা অন্যসব দেশের মতোই বাংলাদেশে নতুন নয়। দশম জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন দেশীয় শোবিজের প্রায় এক ডজন তারকা। দলীয় মনোনয়ন পেতে এরই মধ্যে দৌড়ঝাঁপ শুরু করেছেন তারা। পছন্দের দলের পাশাপাশি অনেকেই নিয়ম করে এলাকায় যাচ্ছেন। খোঁজখবর নিচ্ছেন স্থানীয় নেতাকর্মী ও ভোটারদের। কেউ আবার মহিলা আসন থেকে সরাসরি নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন।


আগামী সংসদ নির্বাচনে প্রার্থী হতে যেসব তারকা মনোনয়ন দৌড়ে এগিয়ে আছেন তাদের মধ্যে রয়েছেন চলচ্চিত্রাঙ্গনের মাসুদ পারভেজ (নায়ক সোহেল রানা),আকবর হোসেন পাঠান (নায়ক ফারুক), আহমেদ শরীফ (খলনায়ক),  কণ্ঠশিল্পী আসিফ আকবর, মনির খান, বেবী নাজনীন, কনকচাঁপা, গীতিকার গাজী মাজহারুল আনোয়ার প্রমুখ।

এর আগে ২০০৮ সালের নির্বাচনে প্রার্থী হয়ে নির্বাচিত হন আসাদুজ্জান নূর, সারাহ বেগম কবরী। এবারও তারা সরাসরি নির্বাচন করতে চান।

এছাড়া বর্তমান সংসদে সংরিক্ষত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য হন কণ্ঠশিল্পী মমতাজ ও অভিনেত্রী তারানা হালিম। এবার এ দুই নারী সংসদ সদস্য সরাসরি................

আরো পড়তে চাইলে ক্লিক করুন এখানে > প্রতিমুহূর্ত.কম (www.protimuhurto.com)

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)