পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। ভারতের সেনাবাহিনী, নৌবাহিনী
ও বিমানবাহিনী যৌথভাবে এই হামলা চালায় ‘অপারেশন সিঁদুর’ কোডনামে।এ হামলার পাল্টা জবাবে ভারতেও হামলা চালিয়েছে পাকিস্তান।
দুদেশের নিয়ন্ত্রণরেখায়চলছেগোলাগুলি। এতে দুপক্ষেরই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
উপমহাদেশের পারমানবিক শক্তিধর প্রতিবেশি দুই দেশের যুদ্ধাবস্থায় আলোচনায় এসেছে, সামরিক
সক্ষমতায় কে এগিয়ে? ভারত নাকি পাকিস্তান?
বিশ্বে সামরিক শক্তি এবং অস্ত্রশস্ত্র সম্পর্কে ধারণা তুলে ধরা গ্লোবাল
ফায়ারপাওয়ারের তথ্য অনুযায়ী,২০২৫ সালে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীনের পরে
ভারত বিশ্বের চতুর্থ শক্তিশালী সামরিক শক্তি। সামরিক সক্ষমতায় ভারতের চেয়ে পাকিস্তানের
অবস্থান কিছুটা পেছনে। বিশ্বের ১৪৫টি দেশের মধ্যে ১২তম অবস্থানে পাকিস্তান।
পাকিস্তানের চেয়ে সেনাসংখ্যায় এগিয়ে রয়েছে ভারত। গ্লোবাল ফায়ার পাওয়ারের
তথ্য অনুযায়ী, ভারতের মোট সক্রিয় সৈন্য সাড়ে ১৪ লাখের কিছু বেশি। অন্যদিকে পাকিস্তানের
সৈন্য সংখ্যা সাড়ে ৬ লাখের কিছু বেশি। রিজার্ভ সেনা বা প্যারামিলিটারি বাহিনীর ক্ষেত্রেও
এগিয়ে ভারত।
স্থলভাগের শক্তি বিবেচনায় বেশিরভাগ ক্ষেত্রে এগিয়ে রয়েছে ভারত। তবে স্বয়ংক্রিয়
অস্ত্র সেলফ প্রোপেলড আর্টিলারি ও মোবাইল রকেট প্রোজেক্টর বা রকেট লঞ্চারের সংখ্যায়
এগিয়ে রয়েছে পাকিস্তান। পাকিস্তানের সেলফ প্রোপেলড আর্টিলারি সংখ্যা ৬৬২, ভারতের ১০০।
পাকিস্তানের মোবাইল রকেট প্রোজেক্টর ৬০০, ভারতের ২৬৪।
সামরিক শক্তিতে বেশ কিছু দিকে সংখ্যায় এগিয়ে ভারত। ভারতের ট্যাংক সংখ্যা
৪ হাজার ২০১টি, সাঁজোয়া যান ১ লাখ ৪৮ হাজার ৫৯৪টি, টোওড আর্টিলারি বা টেনে নেওয়া কামান
৩ হাজার ৯৭৫টি। পাকিস্তানের ট্যাংক রয়েছে ২ হাজার ৬২৭ টি, সাঁজোয়া যান ১৭ হাজার ৫১৬টি,
টোওড আর্টিলারি ২ হাজার ৬২৯ টি।
গ্লোবাল ফায়ারপাওয়ারের হিসেবে ভারতীয় নৌবাহিনীর মোট ২৯৩টি যুদ্ধজাহাজের
মধ্যে রয়েছে দুটি বিমানবাহী রণতরী, ১৩টি ডেস্ট্রয়ার, ১৪টি ফ্রিগেট, ১৮টি সাবমেরিন,
১৮টি কর্ভেট ও ১৩৫টি টহল জাহাজ।
পাকিস্তানি নৌবাহিনীর মোট ১২১টি যুদ্ধজাহাজের মধ্যে বিমানবাহী রণতরী
ও ডেস্ট্রয়ার নেই। তাদের রয়েছে নয়টি ফ্রিগেট, আটটি সাবমেরিন, নয়টি কর্ভেট এবং ৬৯টি
টহল জাহাজ।
ভারতের বিমানবাহিনীর অধীনে রয়েছে ৩১টি স্কোয়াড্রন, যেখানে প্রতিটি স্কোয়াড্রনে
১৭ থেকে ১৮টি যুদ্ধবিমান থাকে। অপরদিকে পাকিস্তান বিমানবাহিনীর রয়েছে ১১টি স্কোয়াড্রন।
পারমাণবিক অস্ত্র নিয়ে সুইডিশ থিঙ্ক ট্যাঙ্ক স্টকহোম ইন্টারন্যাশনাল
পিস রিসার্চ ইনস্টিটিউটের ২০২৪ সালের প্রতিবেদন বলা হয়েছে, পারমাণবিক ওয়ারহেডের দিক
থেকে দুটি দেশ প্রায় কাছাকাছি পর্যায়ে রয়েছে। ভারতে আনুমানিক ১৭২টি পারমাণবিক ওয়ারহেড
রয়েছে, আর পাকিস্তানে আছে আনুমানিক ১৭০টি।
এসআইপিআরআই-এর এর মতে, পাকিস্তান মূলত ভারতের সঙ্গে প্রতিযোগিতা করে
পারমাণবিক অস্ত্র তৈরি করছে, আর ভারত মনোযোগ দিচ্ছে দূরপাল্লার অস্ত্রের দিকে। অর্থাৎ
এমন অস্ত্র যা চীনকেও লক্ষ্যবস্তু করতে পারে।
গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী, ভারতের কাছে মোট ২ হাজার ২২৯টি
বিমান রয়েছে, যেখানে পাকিস্তানের আছে ১ হাজার ৩৯৯টি। পাকিস্তানের কাছে আছে ৪১৮টি যুদ্ধবিমান-
যার মধ্যে ৯০টি বোমারু বিমান। বিপরীতে ভারতের রয়েছে ৬৪৩টি যুদ্ধবিমান, যার মধ্যে ১৩০টি
বোমারু বিমান।
সুইডিশ থিঙ্ক ট্যাঙ্ক স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের
প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে পাকিস্তানের তুলনায় প্রতিরক্ষা খাতে নয় গুণ বেশি ব্যয়
করেছে ভারত। ২০২৫ সালে, ভারত তার প্রতিরক্ষা খাতে প্রায় ৮৬ বিলিয়ন ডলারের সমপরিমাণ
অর্থ ব্যয় করার পরিকল্পনা করেছে, যেখানে পাকিস্তান ২০২৪-২৫ অর্থবছরে সশস্ত্র বাহিনীর
জন্য ১০ বিলিয়ন ডলারের কিছু বেশি বরাদ্দ দিয়েছে।
প্রস্তুতি : বিনোদন (প্রতিমুহূর্ত.কম) -- ঢালিউডের নাম্বার ওয়ান হিরো শাকিব খান যেন একের পর এক সুন্দরীদের চলচ্চিত্র নিয়ে আসার পণ করেছেন। মিম, শখ আর ববির পর শাকিব জুটি হিসেবে বেছে নিয়েছেন আরেক সুন্দরী মডেল তানিয়াকে। সম্প্রতি বিভিন্ন টিভি চ্যানেলে অন-এয়ার হওয়া একটি আবাসন প্রকল্পের বিজ্ঞাপনচিত্রে শাকিবের বিপরীতে তানিয়াকে পারফর্ম করতে দেখা যাচ্ছে। শিগগিরই এই সুন্দরী মডেল পরিচালক বদরুল আলম খোকনের একটি ছবিতে শাকিবের বিপরীতে অভিনয়ের করবেন। জানা গেছে, শাকিব খানের বিশেষ আগ্রহেই ছবিতে কাস্ট করা হয়েছে তানিয়াকে। 'ভিট টপ মডেল ২০১২'-এর রানার আপ তানিয়া ক্যারিয়ার শুরু হয়েছিল গ্রামীণ ফোনের একটি বিজ্ঞাপন দিয়ে। এরপর দুটো নাটকে অভিনয় করলেও তেমন নজর কাড়তে পারেননি। তবে বাজিমাত করেছেন তিনি শাকিব খানের বিপরীতে ক্যারিয়ারের দ্বিতীয় টিভিসিতে কাজ করে। টপ হিরো শাকিবের জুটি হয়েই শুরু হচ্ছে তানিয়ার চলচ্চিত্রে অভিষেক। এর আগে শাকিব খানের আগ্রহে মিম আর শখের মতো মিষ্টি মুখকে চলচ্চিত্রে দেখা গেলেও তাদের কেউই ঢালিউডে স্থায়ী হননি। এবার শাকিবের নিউ কালেকশন তানিয়া বড় পর্দায় ক্লিক করতে পারেন কিন...
আশির দশকের মাঝামাঝিতে বিটিভি'র ঈদ আনন্দ মেলায় প্রয়াত জনপ্রিয় সাহিত্যিক হুমায়ূন আহমেদ ও তার সাবেক স্ত্রী গুলতেকিনের সাক্ষাৎকার নিয়েছিলেন ঢাকার প্রয়াত মেয়র আনিসুল হক। তখনও লেখকের জীবনে শাওন আসেনি। এ দুর্লভ ভিডিওটিতে দেখা যায় আনিসুল হকের অনবদ্য উপস্থাপনায় হুমায়ূন-গুলতেকিন দম্পতির মধুর সম্পর্ক। তখন কী কেউ ভেবেছিল তাসের ঘরের মতো ভেঙে যাবে সাজানো সংসার
কথায় আছে , মাছের রাজা ইলিশ । এটি আমাদের জাতীয মাছ । ইলিশ মাছ আমাদের সবার প্রিয় । কিন্তু আমাদের অনেকেরই জ্যান্ত ইলিশ দেখার সুযোগ হয়নি । জেলেরা নদী থেকে কীভাবে ইলিশ ধরে তা অনেকের অজানা । আসুন দেখে নেয়া যাক , সেই সঙ্গে জানা যাক ইলিশের কিছু তথ্য । ইলিশই একমাত্র মাছ যেটি সমূদ্রের লোনা পানি ও নদীর মিঠা পানিতে বিচরণ করে । এটি সামুদ্রিক মাছ হলেও এরা ডিম দেয় বড় বড় নদীতে । ডিম ফুটে বের হওয়া ইলিশের বাচ্চাকে বলা হয় জাটকা । নদীর পানিতেই এগুলো বড় হয়ে ওঠে , পরিণত হয়ে ওঠলে ফিরে যায় সাগরে । বঙ্গোপসাগরের ব - দ্বীপাঞ্চল , পদ্মা - মেঘনা - যমুনা নদীর মোহনা থেকে প্রতি বছর প্রচুর পরিমাণে ইলিশ মাছ ধরা হয় । ইলিশ ভীষণ সংবেদনশীল মাছ । ডাঙায় তোলার পর খুব বেশিক্ষণ ইলিশ টিকে থাকতে পারে না , প্রাণ হারায় । জেলেদের মধ্যে প্রচলিত আছে . আড়াই লাফে ইলিশের জীবন শেষ । মানে নদী থেকে ডাঙায় তোলার পর দুতিনবার ঝাপটা দিয়েই ইলিশ প্রাণ হারায় । আমাদের কাছে যে ইলিশ আসে স...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন