বিশ্ব মা দিবস: মাকে ভালোবাসা জানানোর দিন আজ



মা কথাটি ছোট্ট অতি কিন্তু যেন ভাই,মায়ের চেয়ে নাম যে মধুর ত্রিভুবনে নাই- সত্যিই তাই।মা এ শব্দটির চেয়ে আপন শব্দ আর নেই পৃথিবীতে। জন্মের পর মানুষের মুখে এ শব্দই বেশি উচ্চারিত হয়। আজ মায়েদের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানোর দিন।  বিশ্ব মা দিবস আজ।

১৯১২ সালে যুক্তরাষ্ট্রের মাদার'স ডে ইন্টারন্যাশনাল অ্যাসোশিয়েশন্ (আন্তর্জাতিক মা দিবস সমিতি)  প্রতি মে মাসের দ্বিতীয় রবিবার মা দিবস পালনের আহ্বান জানিয়ে প্রচারণা শুরু করে। যুক্তরাষ্ট্রে সূচনা হলেও বর্তমানে আন্তর্জাতিকভাবে সারা বিশ্বেই দিবসটি পালিত হয়। 

নানা আয়োজনের মধ্য দিয়ে আজ  বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে।সন্তানেরা মায়ের প্রতি ভালোবাসা জানাতে কেউ ফুলসহ বিভিন্ন উপহার দিয়ে মাকে শুভেচ্ছা জানাচ্ছেন।সোশাল মিডিয়া ভরে গেছে, মায়েদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানানো স্ট্যাটাস আর তাদের ছবিতে। তবে মা দিবস শুধু একটি নির্দিষ্ট দিনেই সীমাবদ্ধ নয়।

একজন মা যেভাবে তার সন্তানকে যত্ন ও ভালোবাসা দিয়ে বড় করে তোলেন, সে ঋণ কোনো দিনই শোধ করা যাবে না। এজন্য মায়ের প্রতি ভালোবাসা শুধু একটি দিবসের মধ্যে না রেখে মাকে নিঃশর্তভাবে ভালোবাসাই সন্তানদের দায়িত্ব।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

শাকিব খানের নিউ কালেকশন 'তানিয়া'

সমূদ্র থেকে নদীতে ইলিশ কেন আসে?

হুমায়ূন আহমেদ ও গুলতেকিনের সাক্ষাৎকার নিয়েছিলেন আনিসুল হক