ভৌতিক অনুগল্প: কোনটা আমার মেয়ে?




ভৌতিক অনুগল্প: কোনটা আমার মেয়ে?

 

 

আমার মেয়ে নুসরাত। সাত বছরে পা রেখেছে। ক্লাস থ্রিতে পড়ে। খুব চঞ্চল আর দুরন্ত। প্রতি রাতে ঘুমানোর আগে একবার ওর রুমে যাই। জেগে থাকলে ওকে গুড নাইট বলি। সেও হাসি মুখে আমাকে গুডনাইট বলে। আর ঘুমিয়ে পড়লে কপালে ছোট্ট একটা চুমু দিয়ে আসি।

 

প্রতিদিনের মতো সেদিন রাতেও নুসরাতের রুমে ঢুকলাম। দেখি মেয়েটা আমার  খাটের ওপর জড়সড় হয়ে বসে আছে। আরে ওকে তো কখনো এমন জড়সড় হয়ে বসে থাকতে দেখিনি। কি হয়েছে রে মা?

 

আমর মেয়েটা বলল, ‘বাবা! আমার খাটের নিচে কে যেন বসে আছে!’

 

আমি হাসলাম। হরর মুভি দেখে হয়তো ভয় পেয়েছে। উল্টাপাল্টা ভাবছে। ওকে আর হরর মুভি দেখেতে দেওয়া যাবে না।

 

আমি ওর খাটের নিচে তাকালাম।

 

খাটের নিচ থেকে আমার মেয়েটা বললো..,, ‘বাবা! আমার খাটের ওপর কে যেন বসে আছে!’


ক্রিয়েশন: বিপুল হাসান


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

হুমায়ূন আহমেদ ও গুলতেকিনের সাক্ষাৎকার নিয়েছিলেন আনিসুল হক

সমূদ্র থেকে নদীতে ইলিশ কেন আসে?

বাংলাদেশের সকল নিউজ সবার আগে দেখতে চোখ রাখুন আরটিভি অনলাইনে