কালের ধূলোয় বিলীন অনন্য নির্মাণশৈলীর নিদর্শন কলমা জমিদার বাড়ি


বহু বছর আগেই জমিদারদের জমিদারিত্ব শেষ হয়ে গেছে। তবে দেশের আনাচেকানাচে এখনও ছড়িয়ে ছিটিয়ে তাদের স্মৃতিচিহ্ন- জমিদারদের ধসে পড়া প্রাসাদ, বিলাসীভবন। কালের ধূলোয় ইতিহাসের স্বাক্ষী হয়ে টিকে আছে ভবনগুলোর ধংসাবশেষ। এসব ভবনের প্রায় সবই এখন পরিত্যাক্ত, বসবাসের অযোগ্য। এমনই একটি ভবন লক্ষীকান্তের জমিদার বাড়ি। বিক্রমপুর মানে আজকের মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কলমা গ্রামে এর অবস্থান।

 

বিক্রমপুর একসময় ছিল সমৃদ্ধ জনপদ।দক্ষিণপূর্ব বঙ্গের প্রাচীন রাজধানী। অবশ্য মূল শহরের ধ্বংসাবশেষ পদ্মার গ্রাসে বিলীন হয়ে গেছে অনেক আগেই। তবুও মুন্সীগঞ্জের নানাপ্রান্তে এখন টিকে আছে সেই পুরনো বিক্রমপুরের কিছু ভবনের ধ্বংসাবশেষ। এ অঞ্চলের বিখ্যাত বালাসুর ভাগ্যকূলের জমিদার বাড়ির তুলনায় প্রায় অপরিচিত কলমার লক্ষীকান্তের জমিদার বাড়ি। অপরূপ কারুকাজ আর ভবনের দেয়ালে লেখা বাণীর জন্য এটি আলাদা বৈশিষ্ট্যময় এই বাণী থেকে পরিচয় মিলে এই জমিদারের শিক্ষা রুচির গভীরতা

কলমার জমিদার বাড়িটি ১৯৮৯ পর্যন্ত ব্যবহার হয়েছে পাশের এল কে স্কুলের শিক্ষকদের নিবাস হিসাবে এখন এটি  সম্পূর্ণ পরিত্যক্তধারণা করা হয়, জমিদার লক্ষীকান্ত আঠারশ’ শতকের মাঝামাঝি সময়ে খুব সম্ভবত ১৮৭০-৮০ সালের মধ্যে এই অট্টালিকাটি নির্মাণ করেন। পরে তার দুই পুত্র রাজ কুমার তারাকান্ত ১৯০১ সালে এই ভবনে প্রতিষ্ঠা করেন বাবার নামে একটি স্কুল। সেটিই এখনকার কলমা এলকে উচ্চ বিদ্যালয়। এলকে মানে  লক্ষীকান্ত। জমিদারের পুরো নাম শ্রী লক্ষী কান্ত দাশ চৌধুরী স্কুলটি পরিচালনার দায়িত্ব ছিল রাজ কুমারের চার ছেলের ওপর। ভবনের গায়ে লেখা আছে তাদের নাম সেবক জ্ঞানেন্দ্র কামিনী ভূপতি দক্ষিণ বিদ্যোৎসাহী এই চারজনের পুরো নাম জ্ঞানেন্দ্র চন্দ্র, কামিনী রঞ্জন, ভূপতি চন্দ্র, দক্ষিণা রঞ্জনএই জমিদারদের এক বংশধর যোগেন্দ্র চন্দ্র দাশগুপ্ত ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন সংগঠক। স্বদেশী আন্দোলন গড়ে তোলা অনুশীলন সমিতির আশ্রয়কেন্দ্র হিসেবে একসময় বাড়িটি ব্যবহার করা হতো। কথিত আছে, দেশভাগের সময় এই জমিদার পরিবারে সবাই এ অঞ্চল ছেড়ে ভারতে চলে যায়। পরবর্তীতে এই বংশের  কোনো প্রতিনিধিই এখানে আর আসেননি।

 পরিত্যাক্ত ও জীর্ণ ভবনটির একপাশের দেয়ালে লেখা AGREE TO DIFFER  অন্যপাশে VARIETY IS THE… এইটুকুই লেখা পরে কি  BEAUTY লেখা ছিল? দেয়ালের সেই অংশ খসে পড়ে গেছেএই বাণীর মর্মার্থভিন্ন মতের অধিকার মেনে নেওয়া, আর বৈচিত্রকে স্বাগত জানানো বিখ্যাত ফরাসী দার্শনিক ভলতেয়ারের বাণী থেকে এ শব্দগুলো নেওয়া। এই বাণী থেকে পরিচয় মিলে এই জমিদার বা তার বংশধরদের শিক্ষা রুচির গভীরতা

বর্তমানে কলমার এই জমিদার বাড়িটি সম্পূর্ণ পরিত্যক্ত খসে পড়েছে চুন সুড়কির দেওয়ালের নানা অংশ।উধাও হয়েছে অট্টালিকার অমূল্য সব কারুকাজ।পুরো বাড়িটিকে জড়িয়ে ধরছে পরজীবী আগাছাহারিয়ে গেছে এই ভবনের অতীত সৌন্দর্য্য

 সরকারি সহায়তা বা প্রত্নতাত্বিক অধিদপ্তর দায়িত্ব না নিলে খসে পড়তে পড়তে এক সময় নিশ্চিহ্ন হয়ে  যাবে অসাধারণ নির্মানশৈলীর ঐতিহ্যময় নিদর্শন কলমা জমিদার বাড়ি


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

হুমায়ূন আহমেদ ও গুলতেকিনের সাক্ষাৎকার নিয়েছিলেন আনিসুল হক

সমূদ্র থেকে নদীতে ইলিশ কেন আসে?

বাংলাদেশের সকল নিউজ সবার আগে দেখতে চোখ রাখুন আরটিভি অনলাইনে