জনির সঙ্গে পরিচয়ের আগেই ঐশী মাদকাসক্ত ছিল!

:: প্রতিমুহূর্ত প্রতিবেদন ::
রাজধানীর চামেলিবাগে এসবি পুলিশ ইন্সপেক্টর মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানের চাঞ্চল্যকর হত্যাকান্ডের প্ররোচনাকারী হিসেবে তাদের মেয়ে ঐশীর বন্ধু আসাদুজ্জামান জনিকে পাঁচ দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করছে গোয়েন্দাপুলিশ। জিজ্ঞাসাবাদে জনি গোয়েন্দা পুলিশের কাছে ঐশীকে বিপথগামী করার কথা অস্বীকার করছে। উল্টো সে বলছে, ঐশীকে ভালো পথে আনার অনেক চেষ্টাই সে করেছে।

গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদে জনি দাবি করছে, ঐশীর সঙ্গে যখন তার পরিচয় হয় এর আগেই সে মাদক গ্রহণ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়েছিল। ঐশী কিভাবে অন্ধকার জগতে প্রবেশ করে তা নাকি জনির জানা নেই। বরং বন্ধু হিসেবে জনি বহুবার ঐশীকে মাদক ত্যাগ করে ভালোভাবে পড়াশোনা করার জন্য পরামর্শ দিয়েছে। কিন্তু ঐশী তার কথা শুনেনি।

জনির এ ধরনের বক্তব্য মন ভেঁজাতে পারেনি তদন্তকারী গোয়েন্দা.........

# বাকি অংশ পড়তে ক্লিক করুন >> প্রতিমুহূর্ত.কম

# ফেসবুকে প্রতিমুহূর্তে সংবাদ পেতে লাইক দিন >> প্রতিমুহূর্ত পেইজ

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

শাকিব খানের নিউ কালেকশন 'তানিয়া'

সমূদ্র থেকে নদীতে ইলিশ কেন আসে?

হুমায়ূন আহমেদ ও গুলতেকিনের সাক্ষাৎকার নিয়েছিলেন আনিসুল হক