এবার চলচ্চিত্র প্রযোজনায় শাকিব খান

:: বিনোদন প্রতিবেদন ::

ঢালিউডের জনপ্রিয় নায়ক শাকিব খান এবার চলচ্চিত্র প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করছেন। নিজের নামের অদ্যাক্ষর নিয়ে গড়ে তুলেছেন ‌'এসকে ফিল্মস' নামের একটি প্রযোজনা সংস্থা। প্রতিষ্ঠানটি এরই মধ্যে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতিতে নিবন্ধিত হয়েছে।



চলচ্চিত্র প্রযোজনায় আসা প্রসঙ্গে শাকিব খান বলেন, আমি চলচ্চিত্রের মানুষ। নিজের চলচ্চিত্রের সাথেই নিবেদিত রাখতে চাই আজীবন। চলচ্চিত্র প্রযোজনা করার ইচ্ছে আমার অনেক দিনের। অভিনয় নিয়ে ব্যস্ততার কারণে আগেই প্রযোজনায় আসার ইচ্ছে থাকলেও হয়ে উঠে নি। কিন্তু আর দেরি করতে চাই না। .........

# বাকি অংশ পড়তে ক্লিক করুন > প্রতিমুহূর্ত.কম (www.protimuhurto.com)

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

শাকিব খানের নিউ কালেকশন 'তানিয়া'

সমূদ্র থেকে নদীতে ইলিশ কেন আসে?

হুমায়ূন আহমেদ ও গুলতেকিনের সাক্ষাৎকার নিয়েছিলেন আনিসুল হক