আমি কেমন স্লিম হয়েছি : অপু বিশ্বাস


:: রুদ্র মাহমুদ ::

'দেখেন আমি কেমন  স্লিম হয়েছি!'

ছয়মাসের লম্বা বিরতির পর শুটিংয়ে যোগ দিয়ে অপু বিশ্বাস যার সঙ্গেই কথা বলছেন, একফাঁকে এই কথাটি জানিয়ে দিচ্ছেন।

সত্যিই লম্বা বিরতি নেওয়ার আগে সেই মুটিয়ে যাওয়া অপু, শরীর থেকে ঝেড়ে ফেলেছেন বাড়তি মেদ। হয়ে উঠেছেন অনেকটাই স্লিম।

ওয়াকিল আহমেদ পরিচালিত ‘শোধ’ ছবিতে অভিনয়ের মাধ্যমে আবার আপন জগতে ফিরে এসেছেন অপু। পুবাইলে ছবিটির শুটিংয়ে তিনি অংশ নিচ্ছেন। এতে অপুর বিপরীতে রয়েছেন শাকিব খান।

শুটিংয়ের ফাঁকেই কথা হলো অপু বিশ্বাসের সাথে।

আরো পড়তে চাইলে ক্লিক করুন >> প্রতিমুহূর্ত.কম (www.protimuhurto.com)

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

শাকিব খানের নিউ কালেকশন 'তানিয়া'

সমূদ্র থেকে নদীতে ইলিশ কেন আসে?

হুমায়ূন আহমেদ ও গুলতেকিনের সাক্ষাৎকার নিয়েছিলেন আনিসুল হক