মন ভালো নেই (কবিতায় ও গানে)


মন ভালো নেই (কবিতায় ও গানে)


মন ভালো নেই
কবিতা: সুনীল গঙ্গোপাধ্যায় 
আবৃত্তি: এনামুল হক মিঠু

মন ভালো নেই  মন ভালো নেই  মন ভালো নেই
কেউ তা বোঝে না  সকলি গোপন  মুখে ছায়া নেই
চোখ খোলা তবু  চোখ বুজে আছি  কেউ তা দেখেনি
প্রতিদিন কাটে  দিন কেটে যায় 
আশায় আশায় আশায় আশায়
এখন আমার  ওষ্ঠে লাগে না  কোনো প্রিয় স্বাদ
এমনকি নারী  এমনকি নারী  এমনকি নারী
এমনকি সুরা এমনকি ভাষা
মন ভালো নেই  মন ভালো নেই  মন ভালো নেই
বিকেল বেলায়  একলা একলা  পথে ঘুরে ঘুরে
একলা একলা  পথে ঘুরে ঘুরে  পথে ঘুরে ঘুরে
কিছুই খুঁজি না  কোথাও যাই না কারুকে চাইনি
কিছুই খুঁজি না কোথাও যাই না
আমিও মানুষ আমার কী আছে অথবা কী ছিল
আমার কী আছে অথবা কী ছিল
ফুলের ভিতরে  বীজের ভিতরে  ঘুণের ভিতরে
যেমন আগুন আগুন আগুন আগুন আগুন
মন ভালো নেই  মন ভালো নেই  মন ভালো নেই
তবু দিন কাটে  দিন কেটে যায়  আশায় আশায়
 আশায় আশায় আশায় আশায় 
 আশায় আশায়...।

মন ভালো নেই 
গান: তপু
কাভার: টুম্পা

মন ভালো নেই বলো না কিছুতেই 
তবু বুঝে নেবে কে আছে
দেখ কেউ কাছে নেই তবু তুমি এ বুকেই 
ভাঙা পথ সাথী কে হবে
যদি কখনো আমায় মনে পড়ে যায় 
খুলো দুয়ার আকাশে আমি তারা নয়
যদি কখনো ছুয়ে দিতে ইচ্ছে হয় 
সাগর হয়ে আজ জড়াবো তোমায়।

কে বলো কে দেখাবে পথ তোমাকে 
যদি যাও হারিয়ে এ শহরে
কে বলো কে দেখাবে পথ তোমাকে 
যদি যাও হারিয়ে এ শহরে
যদি কখনো আমায় মনে পড়ে যায় 
খুলো দুয়ার আকাশে আমি তারা নয়।

হাওয়াতে এলো চুল মুখে এসে পড়ে 
যদি না থাকি তা কে সরাবে
যদি কখনো আমায় মনে পড়ে যায় 
খুলো দুয়ার আকাশে আমি তারা নয়
যদি কখনো ছুয়ে দিতে ইচ্ছে হয় 
সাগর হয়ে আজ জড়াবো তোমায়
যদি কখনো আমায় মনে পড়ে যায় 
খুলো দুয়ার আকাশে আমি তারা নয়।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

শাকিব খানের নিউ কালেকশন 'তানিয়া'

হুমায়ূন আহমেদ ও গুলতেকিনের সাক্ষাৎকার নিয়েছিলেন আনিসুল হক

সমূদ্র থেকে নদীতে ইলিশ কেন আসে?