তোমার ঘরে বাস করে কারা (রিমিক্স/ফিউশন)



তোমার ঘরে বাস করে কারা 
কথা: জাহিদ আহমেদ
মূল শিল্পী : আনুশেহ 
(বাংলা ব্যান্ড/ কিংকর্তব্যবিমুঢ)

তোমার ঘরে বাস করে কারা
ও মন জানো না
তোমার ঘরে বসত করে কয় জনা
মন জানো না।

এক জনায় ছবি আঁকে এক মনে
ও হো ও মন
আরেক জনায় বসে বসে রং মাখে
ও আবার সেই ছবিখান নষ্ট করে
কোন জনা কোন জনা
তোমার ঘরে বসত করে কয় জনা।

এক জনায় সুর তোলে এক তারে
ও হো ও মন
আরেক জন মন্দিরাতে তাল তোলে
ও আবার বেসুরো সুর ধরে দেখো
কোন জনা, কোন জনা
তোমর ঘরে বসত করে কয় জনা।

রস খাইয়া হইয়া মাতাল ঐ দেখো
হাত ফসকে যায় ঘোড়ার লাগাম
সেই লাগাম খানা ধরে দেখো
কোন জনা কোন জনা
তোমার ঘরে বসত করে কয় জনা।



<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-8283151263697355"
     crossorigin="anonymous"></script>

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

হুমায়ূন আহমেদ ও গুলতেকিনের সাক্ষাৎকার নিয়েছিলেন আনিসুল হক

সমূদ্র থেকে নদীতে ইলিশ কেন আসে?

বাংলাদেশের সকল নিউজ সবার আগে দেখতে চোখ রাখুন আরটিভি অনলাইনে