পোস্টগুলি

এপ্রিল, ২০২৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

কেউ কথা রাখেনি : সুনীল গঙ্গোপাধ্যায়

ছবি
কেউ কথা রাখেনি সুনীল গঙ্গোপাধ্যায় আবৃত্তি: এনামুল হক মিঠু কেউ কথা রাখেনি, তেত্রিশ বছর কাটলো কেউ কথা রাখেনি ছেলেবেলায় এক বোষ্টুমি তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিলো শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে তারপর কত চন্দ্রভুক অমবস্যা এসে চলে গেল, কিন্তু সেই বোষ্টুমি আর এলো না পঁচিশ বছর প্রতীক্ষায় আছি । মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদাঠাকুর তোমাকে আমি তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাবো সেখানে পদ্মফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে ! নাদের আলি, আমি আর কত বড় হবো ? আমার মাথা এই ঘরের ছাদ ফুঁরে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় তিন প্রহরের বিল দেখাবে ? একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো লাঠি-লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা ভিখারীর মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভেতরে রাস উৎসব অবিরল রঙ্গের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কণ পড়া ফর্সা রমণীরা কতরকম আমোদে হেসেছে আমার দিকে তারা ফিরেও চায়নি ! বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস, একদিন আমরাও… বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই সেই রয়্যাল গুলি, সেই লাঠি-লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না ! বুকের মধ্যে সুগন্ধি ...

মন ভালো নেই (কবিতায় ও গানে)

ছবি
মন ভালো নেই (কবিতায় ও গানে) মন ভালো নেই কবিতা: সুনীল গঙ্গোপাধ্যায়  আবৃত্তি: এনামুল হক মিঠু মন ভালো নেই  মন ভালো নেই  মন ভালো নেই কেউ তা বোঝে না  সকলি গোপন  মুখে ছায়া নেই চোখ খোলা তবু  চোখ বুজে আছি  কেউ তা দেখেনি প্রতিদিন কাটে  দিন কেটে যায়  আশায় আশায় আশায় আশায় এখন আমার  ওষ্ঠে লাগে না  কোনো প্রিয় স্বাদ এমনকি নারী  এমনকি নারী  এমনকি নারী এমনকি সুরা এমনকি ভাষা মন ভালো নেই  মন ভালো নেই  মন ভালো নেই বিকেল বেলায়  একলা একলা  পথে ঘুরে ঘুরে একলা একলা  পথে ঘুরে ঘুরে  পথে ঘুরে ঘুরে কিছুই খুঁজি না  কোথাও যাই না কারুকে চাইনি কিছুই খুঁজি না কোথাও যাই না আমিও মানুষ আমার কী আছে অথবা কী ছিল আমার কী আছে অথবা কী ছিল ফুলের ভিতরে  বীজের ভিতরে  ঘুণের ভিতরে যেমন আগুন আগুন আগুন আগুন আগুন মন ভালো নেই  মন ভালো নেই  মন ভালো নেই তবু দিন কাটে  দিন কেটে যায়  আশায় আশায়  আশায় আশায় আশায় আশায়   আশায় আশায়...। মন ভালো নেই  গান: তপু কাভার: টুম্পা মন ভালো নেই বল...

তোমার ঘরে বাস করে কারা (রিমিক্স/ফিউশন)

ছবি
তোমার ঘরে বাস করে কারা  কথা: জাহিদ আহমেদ মূল শিল্পী : আনুশেহ  (বাংলা ব্যান্ড/ কিংকর্তব্যবিমুঢ) তোমার ঘরে বাস করে কারা ও মন জানো না তোমার ঘরে বসত করে কয় জনা মন জানো না। এক জনায় ছবি আঁকে এক মনে ও হো ও মন আরেক জনায় বসে বসে রং মাখে ও আবার সেই ছবিখান নষ্ট করে কোন জনা কোন জনা তোমার ঘরে বসত করে কয় জনা। এক জনায় সুর তোলে এক তারে ও হো ও মন আরেক জন মন্দিরাতে তাল তোলে ও আবার বেসুরো সুর ধরে দেখো কোন জনা, কোন জনা তোমর ঘরে বসত করে কয় জনা। রস খাইয়া হইয়া মাতাল ঐ দেখো হাত ফসকে যায় ঘোড়ার লাগাম সেই লাগাম খানা ধরে দেখো কোন জনা কোন জনা তোমার ঘরে বসত করে কয় জনা। <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-8283151263697355" crossorigin="anonymous"></script>

তারায় তারায় রটিয়ে দেব ( গানে ও কবিতায়) ফিউশন ভিডিও

ছবি
আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান নাগরিক কবি ছিলেন শামসুর রাহমান। একুশে পদকে ভূষিত এ কবির ‘উত্তর’ কবিতা অবলম্বনে একটি গান করেছেন নগরবাউল জেমস। ১৯৯৫ সালে কবির অনুমতি নিয়ে নিজের ব্যান্ড ফিলিংসের ‘নগরবাউল’ অ্যালবামের জন্য জেমস গেয়েছিলেন ‘তারায় তারায়’। প্রকাশের পরপরই সাড়া ফেলে এটি। ‘আমি তারায় তারায় রটিয়ে দেবো’ তখন পাড়া-মহল্লায়, শহরের অলিতে-গলিতে, এমনকি গ্রাম-গঞ্জে সববয়সী শ্রোতার মুখে ছড়িয়ে পড়ে। ২৫ বছর পেরিয়েও ‘তারায় তারায়’ গানটি সমান জনপ্রিয়। এবার একই সঙ্গে কবিতা ও গান । তবে গানটি জেমসের কণ্ঠের নয়। ফিউশন তৈরিতে গানটিতে ব্যবহার হয়েছে নারী কণ্ঠ। শামসুর রাহমানের কবিতা ‘উত্তর’ তুমি হে সুন্দরীতমা নীলিমার দিকে তাকিয়ে বলতেই পারো ‘এই আকাশ আমার’ কিন্তু নীল আকাশ কোনো উত্তর দেবে না। সন্ধ্যেবেলা ক্যামেলিয়া হাতে নিয়ে বলতেই পারো, ‘ফুল তুই আমার’ তবু ফুল থাকবে নীরব নিজের সৌরভে আচ্ছন্ন হয়ে। জ্যোত্স্না লুটিয়ে পড়লে তোমার ঘরে, তোমার বলার অধিকার আছে, ‘এ জ্যোত্স্না আমার’ কিন্তু চাঁদিনী থাকবে নিরুত্তর। মানুষ আমি, আমার চোখে চোখ রেখে যদি বলো, ‘তুমি একান্ত আমার’, কী করে থাকবো নির্বাক? তারায় তারায় রটিয়ে দেবো, ‘আম...