ইরানে পর্যাপ্ত মিশাইল লাঞ্চার মজুদ রয়েছে
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের দেওয়া একটি প্রতিবেদনে জানা গেছে, বর্তমানে ইরানের কাছে পর্যাপ্ত পরিমাণে মিশাইল লাঞ্চার মজুদ রয়েছে।
মিশাইল লাঞ্চারগুলো অতিমাত্রায় শক্তিশালী। যা দিয়ে খুব সহজেই অনেক দূরে থেকে শত্রুদের ঘায়েল করা সম্ভব।
ইরানের প্রতিরক্ষামন্ত্রী জেন আহমেদ জানিয়েছেন, এই আধুনিক অস্ত্রগুলো ইরানের সামরিক বাহিনীকে দেওয়া হয়েছে। তিনি বলেন, এই আধুনিক অস্ত্রগুলোর মাধ্যমে সহজেই তারা শত্রুদের ধ্বংস করতে পারবে।
রাষ্ট্রীয় টিভির দেওয়া সেই প্রতিবেদনে দেখানো হয়, প্রায় দুই ডজন ট্রাক ভর্তি লাঞ্চার একটি আউটডর সাইটে রাখা হয়েছে। তবে মিশাইল লাঞ্চারের সংখ্যা কত হবে তা জানা যায়নি।
মিশাইল লাঞ্চার সম্পর্কে এতটুকু জানা গেছে, মিশাইল গুলো প্রায় ২০০০ কিলোমিটার দূরের শত্রুকেও ঘায়েল করতে সক্ষম।
ইরান সরকার মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইল উভয়কে তাদের শত্রু হিসেবে গণ্য করে থাকে। তার কারণ এই দুটি দেশই প্রধানত ইরানের পারমাণবিক শক্তি অর্জনের বিরুদ্ধে।
প্রতিবেদনে আরও বলা হয়, সামরিকবাহিনীর সাফল্য শুধুমাত্র ইরান সক্রিয়ভাবে যাচাই করবে।
ডেস্ক রিপোর্ট : আরফান সুপ্ত
বিভাগীয় সম্পাদক, আন্তর্জাতিক
এএস ২৬/৫-১
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন