ফিলিপাইনে সংঘর্ষে ১১ জন নিহত


প্রস্তুতি : আন্তর্জাতিক (প্রতিমুহূর্ত.কম)

আজ ২৫ মে শনিবার সকালে ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে সেনা ও জঙ্গিদের মধ্যকার সংঘর্ষে ১১ জন নিহত হয়।

 জোলো দ্বীপে সংঘটিত এ সংঘর্ষের সাত জন মেরিন সেনা এবং চারজন আবু সাইফ গোষ্ঠির সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সেনা কমান্ডার কর্নেল জোসে।

উল্লেখ্য, ১৯৯০ এর দশকে আল কায়েদার অর্থে প্রতিষ্ঠিত আবু সায়াফকে দেশে বহু মারাত্বক সন্ত্রাসি হামলার জন্য দায়ি করা হয়।

এই গ্রুপটি মার্কিন সরকারের তালিকায় তথাকথিত বিদেশী সন্ত্রাসি সংস্থা হিসাবে নাম অন্তর্ভূক্ত রয়েছে।

আবু সায়াফকে পাকড়াও করতে প্রায় ৬০০ মার্কিন সৈন্য ফিলিপিনো সেনাকে প্রশিক্ষণ দিয়ে চলেছে।

অন্যদিকে, আবু সায়াফ ফিলিপাইনের কতিপয় দরিদ্র এলাকায় তাদের ঘাটিতে স্থানীয় সহায়তা লাভ করছে।

প্রতিবেদন: শাহারিয়ার রহমান

এসআর-২৫/৫-৪

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

শাকিব খানের নিউ কালেকশন 'তানিয়া'

হুমায়ূন আহমেদ ও গুলতেকিনের সাক্ষাৎকার নিয়েছিলেন আনিসুল হক

সমূদ্র থেকে নদীতে ইলিশ কেন আসে?