কুখ্যাত রাজাকার বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকীর দিনটি কবে হবে জাতীয় ঘৃণা দিবস!

:: বিপুল হাসান ::
'রাজাকার' শব্দটির আভিধানিক অর্থ স্বেচ্ছাসেবক। কিন্তু এদেশের মানুষ এ শব্দটিকে মল-মূত্রের চেয়েও বেশি ঘৃণা। কারণ মুক্তিযুদ্ধকালে পাকিস্তানি বাহিনীর দোসর দেশীয় কুলাঙ্গারদের গড়ে তোলা রাজাকার বাহিনী হয়ে ওঠেছিল মানুষের কাছে চরম বিভীষিকা।

কুখ্যাত রাজাকার বাহিনীর ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ঘৃণিত রাজাকার শিরোমনি ইউসুফ এখন যুদ্ধাপরাধের মামলায় কারাবন্দি। তার বিরুদ্ধে দায়ের করা মামলা বর্তমানে বিচারাধীন। কারাগারে বসে ইউসুফ তার অমর সৃষ্টি রাজাকার বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকীর দিনটি কীভাবে পালন করবেন তা ...............
বাকি অংশ দেখতে ক্লিক করুন এখানে > প্রতিমুহূর্ত ডটকম (protimuhurto.com)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন