পোস্টগুলি

জুন, ২০২৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

অনলাইনে জুয়ার ফাঁদ, নিঃস্ব হাজারো মানুষ

ছবি
তথ্যপ্রযুক্তির আশীর্বাদ একদিকে যোগাযোগ-কেনাকাটাসহ অনেক কিছুই হাতের মুঠোয় এনে দিয়েছে, অন্যদিকে এর অপব্যবহার অনেকের জীবনে সর্বনাশের গাঢ় ছায়াও ফেলেছে। সেই সর্বনাশা ছায়াটি হলো অনলাইন জুয়া। বাংলাদেশে জুয়া নিষিদ্ধ, তবুও তা চলছে। বিশেষ করে অনলাইনে জুয়াখেলা ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। প্রতারণার এই ফাঁদে হাজারো মানুষ নিঃস্ব হচ্ছে। একবার এই ফাঁদে পা রাখলে প্রলোভনের জাল ছিড়ে বের হয়ে আসা খুবই কঠিন। অনলাইনে জুয়া চলে সহজলভ্য অ্যাপসের মাধ্যমে।যে কেউ চাইলেই তার স্মার্ট ফোনে অ্যাপ আপ করে কিংবা ব্রাউজারে লিংক ব্যবহার করে অ্যাকাউন্ট খুলে এই জুয়ার আসরে ঘরে বসেই যোগ দিতে পারে। এতে লেনদেন হয় মোবাইল ব্যাংকিং অর্থাৎ বিকাশ, নগদ বা রকেটের মাধ্যমে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন বা এজেন্টদের পোস্টের মাধ্যমে অনলাইনে জুয়ার ফাঁদ পাতা হয়। লোভের ফাঁদে ফেলতে সোশাল মিডিয়ায় ডেমো অ্যাকাউন্টে কয়েকগুণ বেশি লাভ দেখিয়ে ভিডিও ছড়িয়ে দেওয়া হয়। লোভ দেখানো হয় লাখপতি হওয়ার! অ্যাপসগুলোতে এমনভাবে সফটওয়ার সাজানো থাকে, যাতে শুরুতে হয়তো সামান্য লাভ পাওয়া যায়। পরে আরো লাভের আশায় যখন কেউ আরও টাকা বিনিয়োগ করে তখনই শুরু হয় লুটে নেওয়া। হারানো টা...