সাবধান, ঢাকার বাজারে প্লাস্টিক চাল
রাজধানীসহ দেশের খুচরো বাজারে ঢুকে গেছে, চীনে তৈরি প্লাস্টিকের চাল। মিনিকেট, নাজির শাইল আর বাঁশমতির মতো চেনা-পরিচিত নামেই তা বিক্রি বিক্রি হচ্ছে খোলা বাজারে। প্লাস্টিকের এই চাল হাঁড়িতে ফুটে ভাতও হবে। কিন্তু জানতেও পারবেন না, আপনি যে চালের ভাত খেলেন সেটা কৃত্রিম চাল, আসলে প্লাস্টিক ছাড়া কিছু নয়। ভারত, মিয়ানমার ও ভিয়েতনামের পর বাংলাদেশের বাজারেও চীনে তৈরি প্লাস্টিকে চাল ঢুকে পড়েছে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন