মন হারানোর ঠিকানায় (ফানি রিমিক্স)

ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায়

(ফানি রিমিক্স)

ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায় 
রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায় 
ফাগুনের মোহনায়...

ও মোর মন হারিয়ে যায় মোর মন হারিয়ে যায় 
কন্যে রে তোর ভাবনা ঝিলমিলিয়ে যায় রে ঝিলমিলিয়ে যায় 
কোন অচেনা দেশের তরে তোর সাথে এই তেপান্তরে 
মোর মনের প্রজাপতি 
নাচি নাচি ঘুরি ঘুরি উড়ি উড়ি উড়ে যায়
মন হারানোর ঠিকানায় 

ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায় 
রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়
ফাগুনের মোহনায়...
প্রেম রাঙ্গা মোর কবিতা সুরের-ও অন্তরে 
ঝিরঝিরি ঝরনাধারায় নতুন রং ঝরে 
সবুজে  সবুজে হৃদয় কেমন করে 

 ও মোর দিন উড়িয়া যায় রে দিন উড়িয়া যায় 
কন্যে রে তোর ভাবনা গুনগুনিয়ে যায় রে গুনগুনিয়ে যায়ে
তোর স্বপনের ভ্রমরী মোর প্রেমের প্রহরী 
হৃদয়ের বাগিচায় নাচি নাচি ঘুরি ঘুরি উড়ি উড়ি উড়ে যায় 
মন হারানোর ঠিকানায়

ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায় 
রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায় ॥

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

শাকিব খানের নিউ কালেকশন 'তানিয়া'

সমূদ্র থেকে নদীতে ইলিশ কেন আসে?

হুমায়ূন আহমেদ ও গুলতেকিনের সাক্ষাৎকার নিয়েছিলেন আনিসুল হক