মরার কোকিলে (অন্যরকম) ফিউশন


আমার ঘুম ভাঙ্গাইয়া গেল গো মরার কোকিলে
আমায় উদাসী বানাইলো গো মরার কোকিলে
আমায় উদাসী বানাইয়া গেল বসন্তেরই কালে গো
মরার কোকিলে-
মন বোঝে না মরার কোকিল আন্দাজই গান তোলে
ফাগুনেরই আগুন দিয়া মারে তিলে তিলে
কত কী করে কোকিল নাইচা নাইচা ডালে গো
মরার কোকিলে- 
আমার ঘুম ভাঙ্গাইয়া গেলো গো

বনের কোকিল মনের কথা কয় না আমায় খুলে
আমারে পাগল করিয়া গাছে আগায় দোলে।
ছাতু ছোলা খায় না কোকিল আদর কইরা দিলে গো
মরার কোকিলে-
আমার ঘুম ভাঙ্গাইয়া গেল গো  মরার কোকিলে ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

শাকিব খানের নিউ কালেকশন 'তানিয়া'

সমূদ্র থেকে নদীতে ইলিশ কেন আসে?

হুমায়ূন আহমেদ ও গুলতেকিনের সাক্ষাৎকার নিয়েছিলেন আনিসুল হক