আশির দশকের মাঝামাঝিতে বিটিভি'র ঈদ আনন্দ মেলায় প্রয়াত জনপ্রিয় সাহিত্যিক হুমায়ূন আহমেদ ও তার সাবেক স্ত্রী গুলতেকিনের সাক্ষাৎকার নিয়েছিলেন ঢাকার প্রয়াত মেয়র আনিসুল হক। তখনও লেখকের জীবনে শাওন আসেনি। এ দুর্লভ ভিডিওটিতে দেখা যায় আনিসুল হকের অনবদ্য উপস্থাপনায় হুমায়ূন-গুলতেকিন দম্পতির মধুর সম্পর্ক। তখন কী কেউ ভেবেছিল তাসের ঘরের মতো ভেঙে যাবে সাজানো সংসার
কথায় আছে , মাছের রাজা ইলিশ । এটি আমাদের জাতীয মাছ । ইলিশ মাছ আমাদের সবার প্রিয় । কিন্তু আমাদের অনেকেরই জ্যান্ত ইলিশ দেখার সুযোগ হয়নি । জেলেরা নদী থেকে কীভাবে ইলিশ ধরে তা অনেকের অজানা । আসুন দেখে নেয়া যাক , সেই সঙ্গে জানা যাক ইলিশের কিছু তথ্য । ইলিশই একমাত্র মাছ যেটি সমূদ্রের লোনা পানি ও নদীর মিঠা পানিতে বিচরণ করে । এটি সামুদ্রিক মাছ হলেও এরা ডিম দেয় বড় বড় নদীতে । ডিম ফুটে বের হওয়া ইলিশের বাচ্চাকে বলা হয় জাটকা । নদীর পানিতেই এগুলো বড় হয়ে ওঠে , পরিণত হয়ে ওঠলে ফিরে যায় সাগরে । বঙ্গোপসাগরের ব - দ্বীপাঞ্চল , পদ্মা - মেঘনা - যমুনা নদীর মোহনা থেকে প্রতি বছর প্রচুর পরিমাণে ইলিশ মাছ ধরা হয় । ইলিশ ভীষণ সংবেদনশীল মাছ । ডাঙায় তোলার পর খুব বেশিক্ষণ ইলিশ টিকে থাকতে পারে না , প্রাণ হারায় । জেলেদের মধ্যে প্রচলিত আছে . আড়াই লাফে ইলিশের জীবন শেষ । মানে নদী থেকে ডাঙায় তোলার পর দুতিনবার ঝাপটা দিয়েই ইলিশ প্রাণ হারায় । আমাদের কাছে যে ইলিশ আসে স...
বাংলাদেশের সকল নিউজ সবার আগে দেখতে চোখ রাখুন আরটিভি অনলাইনে : বাংলাদেশের সকল নিউজ সবার আগে দেখতে চোখ রাখুন আরটিভি অনলাইনে। সর্বশেষ সংবাদ শিরোনাম, প্রতিবেদন, বিশ্লেষণ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, ব্যবসা বাণিজ্য, সড়ক, খবর দেখতে ভিজিট করুন আরটিভি অনলাইন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন