মেধাবী মুখ: জেএসসিতে গোল্ডেন 'এ' পেয়েছে নিয়ামুল হাসান



:: সৈয়দ তাকির হোসেন ::

রাজধানীর ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের মেধাবী শিক্ষার্থী মোঃ নিয়ামুল হাসান এবারের জেএসসি পরীক্ষায় প্রতিটি বিষয়ে 'এ+' গ্রেড পেয়েছে।

গোল্ডেন 'এ' প্রাপ্ত এই কৃতি ছাত্রের বাবা জোয়ার সাহারার বিশিষ্ট ব্যবসায়ী কামরুজ্জামান সেলিম এবং মা মোসাম্মৎ মেহেরুন নেছা শারমীন। দুই ভাই ও এক বোনের মধ্যে মোঃ নিয়ামুল হাসান মেঝো।

আগামী দিনের পথ চলায় সাফল্য পেতে সে সবার দোয়াপ্রার্থী।

০০:২৮, ৫ জানুয়ারি ২০১৫

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

শাকিব খানের নিউ কালেকশন 'তানিয়া'

সমূদ্র থেকে নদীতে ইলিশ কেন আসে?

হুমায়ূন আহমেদ ও গুলতেকিনের সাক্ষাৎকার নিয়েছিলেন আনিসুল হক