চৈত্র সংক্রান্তির দিন এলো

আজ চৈত্র সংক্রান্তি, চৈত্র মাসের শেষ দিন। ঋতুরাজ বসন্ত আজ শেষ গান গেয়ে বাংলা সন ১৪২০ কে বিদায় জানাবে। আসবে নতুন বছর।
আমাদের লোকাচার অনুযায়ী বর্ষবিদায় উৎসব চৈত্রসংক্রান্তি পালন করা হয়ে থাকে। লোকাচারমূলক অনুষ্ঠানের মধ্যে রয়েছে- চৈত্র সংক্রান্তির মেলা, চড়ক পূজা, গাজন প্রভৃতি। ঠিক একই সময় আদিবাসী সম্প্রদায় পালন করে বর্ষবিদায়-বর্ষবরণ অনুষ্ঠান বৈসাবি।
আগে বাংলা নববর্ষের চেয়ে ঘটা করে চৈত্র সংক্রান্তি পালন করা হতো। এ উৎসব ঘিরে আচার-অনুষ্ঠানের অন্ত ছিল না। সংক্রান্তিতে সারারাত ধরে চলতো কীর্তন। গৃহিণীরা সংক্রান্তি উপলক্ষে ঘরদোর লেপা-পোছা করতেন। তবে অনিবার্য ছিল সংক্রান্তি উপলক্ষে গৃহস্থ নারীর ব্রত পালন। সারা চৈত্র মাস জুড়ে নারীরা .......
# বিস্তারিত পড়তে ক্লিক করুন এখানে > প্রতিমুহূর্ত ডটকম (www.protimuhurto.com)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন