ডেটলাইন ২৫ অক্টোবর : সর্বনাশের পথেই ফের বাংলাদেশ


:: বিপুল হাসান ::

চলছে দূর্গাপূজা, এরপরই ঈদ। কই উৎসবে মাতোয়ারা হবে জাতি, কিন্তু দূর্ভাগ্য দেশের মানুষের। যারা দেশের হর্তাকর্তা হয়ে বসে আছেন, অতীতে ক্ষমতায় ছিলেন কিংবা ভবিষ্যতে ক্ষমতায় যাবেন। দেশের এই দণ্ড-বিধাতারাই মানুষের মনে উসকে দিয়েছেন অস্বস্তি-উদ্বেগ-অনিশ্চয়তা।

ডেটলাইন ২৫ অক্টোবর। নির্ধারিত মেয়াদ শেষে ক্ষমতাসীনরা এদিন থেকেই 'নির্বাচনকালীন সরকার' হিসাবে দায়িত্ব পালন শুরু করবে। এদিন একই তারিখে রাজাধানীতে পাল্টাপাল্টি সমাবেশ ডেকেছে ..............

আরো পড়তে চাইলে ক্লিক করুন এই লিংকে >> প্রতিমুহূর্ত.কম www.protimuhurto.com

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

শাকিব খানের নিউ কালেকশন 'তানিয়া'

সমূদ্র থেকে নদীতে ইলিশ কেন আসে?

হুমায়ূন আহমেদ ও গুলতেকিনের সাক্ষাৎকার নিয়েছিলেন আনিসুল হক