ছুটলো চেন্নাই এক্সপ্রেস, ভাঙলো সব রেকর্ড
এবারের ঈদের দিন থেকে চেন্নাই এক্সপ্রেসে সাওয়ার হয়ে সেই বলিউড বাদশাহ ছুটে চলেছেন, কে আছে এমন রুখবে তাকে! বক্স অফিসের সব রেকর্ড ভেঙে খান খান করে ফেলল শাহরুখ খানের নতুন ছবি ‘চেন্নাই এক্সপ্রেস’।
মুক্তির প্রথম দিনেই চেন্নাই এক্সপ্রেস গড়ে নতুন রেকর্ড। ৩৩ কোটি ১০ লক্ষ রূপী ব্যবসা করে একদিনে। মুক্তি পাওয়ার মাত্র ছয় দিনের মধ্যে ২০০ কোটি রূপীর ব্যবসার রেকর্ড গড়েছে রোহিত শেঠি পরিচালিত এই সিনেমা। সেই সঙ্গে ভেঙে ফেলেছে বলিউডের বক্স অফি সেসবচেয়ে সফল ছবি ‘থ্রি ইডিয়টস’-এর রেকর্ড।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন