পোস্টগুলি

মার্চ, ২০২৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

ছবি
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ তুই আপনাকে আজ বিলিয়ে দে, শোন আসমানী তাগিদ। তোর সোনা-দানা, বালাখানা সব রাহে লিল্লাহ দে যাকাত, মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নিঁদ ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ। আজ পড়বি ঈদের নামাজ রে মন সেই সে ঈদগাহে যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ। আজ ভুলে যা তোর দোস্ত-দুশমণ, হাত মেলাও হাতে, তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরিদ ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।

লিখতে পারি না কোনো গান (ফিউশন ভিডিও)

ছবি
লিখতে পারি না কোনো গান কথা: গোলাম মোরশেদ, সুর: লাকী আখন্দ লিখতে পারি না কোন গান আজ তুমি ছাড়া ভাবতে পারি না কোন কিছু আর তুমি ছাড়া কিযে যন্ত্রনা এই পথচলা  বিরহ স্মৃতি তোমাকে ঘিরে তুমি জানো না। হারানো দিনগুলিতে ছিলে তুমি জড়িয়ে এই মনের সীমান্তে ছিল সুখ ছড়িয়ে হারানো দিনগুলিতে ছিলে তুমি জড়িয়ে এই মনের সীমান্তে ছিল সুখ ছড়িয়ে কিযে যন্ত্রনা এই পথচলা বিরহ স্মৃতি তোমাকে ঘিরে তুমি জানো না। আকাশে চাঁদ ছিল একা পাহাড়ি ঝর্ণা ঝরা তাদের মনেতে ব্যথা ছিল কিনা বুঝি নি সে ব্যথা বোঝার আগেহারিয়ে তোমাকে তোমাকে হারিয়ে বেদনা ঝরেছে হৃদয়ে কি যে বেদনা তুমি বোঝনা তোমাকে ভুলে থাকা কোনদিন বুঝি হল না। লিখতে পারি না কোন গান আজ তুমি ছাড়া ভাবতে পারি না কোন কিছু আর তুমি ছাড়া কিযে যন্ত্রনা এই পথচলা  বিরহ স্মৃতি তোমাকে ঘিরে তুমি জানো না।

সময় যেন কাটে না

ছবি
সময় যেন কাটে না কথা : শহীদ মাহমুদ জঙ্গী সুর : শাহবাজ খান পিলু সময় যেন কাটে না বড় একা একা লাগে এই মুখর জনারণ্যে বিরহী বাতাস বহে শুধু তোমার জন্যে সময় যেন কাটে না চেনা দিনগুলো ভীষন অচেনা মনে হয় তুমি কাছে নেই বলে সুখী দিনগুলো বেদনাবিদুর হয়ে যায় তুমি পাশে নাই বলে চেনা দিনগুলো ভীষন অচেনা মনে হয় তুমি কাছে নেই বলে সময় যেন কাটে না শীতের সকাল আগের মত নেই আর তুমি কাছে নেই বলে মেঘলা দুপুরে পায়েলের ধ্বনি নেই আর তুমি পাশে নাই বলে সময় যেন কাটে না

চোখের নজর এমনি কইরা একদিন খইয়া যাবে

ছবি