বিনোদন

 মা... তোমায় নিয়ে গান...



প্রস্তুতি : বিনোদন (প্রতিমুহূর্ত.কম) --
মা... মাগো, জগতের সবচেয়ে মধুর ডাক। যার জন্য এই জগতের আলো-হাওয়ার মুখ দেখেছি আমরা, তিনি হলেন মা। মাকে নিয়ে অনেক গানই গাওয়া হয়েছে। অনেক গানই ছুঁয়ে গেছে শ্রোতাদের হৃদয়। সব গানের পেছনেই লুকিয়ে থাকে আনন্দ-বেদনার গল্প। মায়ের জন্য গাওয়া জনপ্রিয় পাঁচটি গান সৃষ্টির গল্প নিয়ে বিশ্ব মা দিবসে বিশেষ আয়োজন।

মাগো মা ওগো মা, আমারে বানাইলি তুই দিওয়ানা ...

বরেণ্য চলচ্চিত্রনির্মাতা প্রয়াত দিলীপ বিশ্বাসের ‘সমাধি’ ছবির গান এটি। গাজী মাজহারুল আনোয়ার কথায় এবং সত্য সাহার সুরে গানটিতে কন্ঠ দেন শিল্পী খুরশীদ আলম। গানটির কথা ও সুর তৈরি করতে লেগে যায়  দু-তিন দিন। পর্দায় এ গানে ঠোঁট মেলাবেন নায়ক রাজ্জাক। কাকরাইলের ইপসা রেকর্ডিং স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়। গানে কণ্ঠ দেবার সময় খুরশীদ আলম বার বার রুমাল বের করে চোখ মুছছিলেন। রেকর্ডিং হবার পর সুরকার সত্য সাহা অনুভব করেছিলেন, গানটি নিশ্চিত জনপ্রিয়তা পাবে। হয়েছেও তাই। মাকে নিয়ে এটি অন্যতম জনপ্রিয় গান।

মায়ের একধার দুধের দাম কাটিয়া গায়ের চাম ...

গানটির শিল্পী ফকির আলমগীর। একদিন মাকে নিয়ে ফরিদপুরে যাচ্ছিলেন ফকির আলমগীর। আরিচা ঘাটে অন্ধ এক বাউল দোতারা বাজিয়ে ভাঙা গানটি গাইছিলেন। গানটির প্রথম লাইন শুনেই ফকির আলমগীরের ভাল লেগে যায়। নিজের সঙ্গে থাকা রেকর্ডারে গানটা ধারণ করে ফেলেন। পরে গানটি নিজের মতো করে বিটিভির একটি অনুষ্ঠানে গেয়ে সবার প্রশংসা পান। নব্বইয়ের দশকে অজিত রায় বিটিভির জন্য গানটি আবার রেকর্ড করেন। পরে গানটি ফকির আলমগীরের ‘সখিনা-২’ অ্যালবামে সংযোজন করা হয়। এমনকি গানটি পরে আরও দুবার রেকর্ড হয়েছে। প্রথমবার আলাউদ্দিন আলীর সংগীতায়োজনে অবরোধ চলচ্চিত্রের এবং ফরিদ আহমেদের সংগীতায়োজনে দ্বিতীয়বার ফকির আলমগীরের ‘সখীপুরের সখিনা’ অ্যালবামে গানটি অন্তর্ভুক্ত হয়। ফকির আলমগীর ছাড়াও গানটি পরে গেয়েছেন জানে আলম। নির্দিষ্ট কোন ব্যাক্তির নাম না থাকায় গানটিকে সংগ্রহীত ধরে নেয়া হয়েছে।

এমন একটা মা দে না ...

গানটি কথা ও সুর করেছেন ডা. নাসির আহমেদ। গানটির শিল্পী ফেরদৌস ওয়াহিদ। তখন সবে কলেজে পড়েন ফেরদৌস ওয়াহিদ। একদিন প্রয়াত শিল্পী ফিরোজ সাঁই ফেরদৌস ওয়াহিদকে ডেকে একটা গান করার জন্য বলেন।  কিন্তু গানটি রেকর্ড করার মত টাকা ফেরদৌস ওয়াহিদের পকেটে ছিল না। পরে নিজের টিফিনের টাকা এবং স্কুলের চার বন্ধুর টাকায় কাকরাইলের ইপসা রেকর্ডিং স্টুডিওতে গানটি রেকর্ড করেন। এরপর ১৯৭৫ সালের ২৪ ডিসেম্বর বিটিভির বিশেষ সংগীতানুষ্ঠানে গানটি প্রচারিত হয়। প্রচারের পরপরই গানটি চারদিকে বেশ সাড়া পড়ে যায়। গানটির বয়স ৩৬ বছর তবুও গানটি গানটি আজও অনেক জনপ্রিয়। আজও ফেরদৌস ওয়াহিদ কোথাও গান গাইতে গেলে শ্রোতারা তার কাছে এ গানটি শুনতে চায়।

রাতের তারা আমায় কি তুই বলতে পারিস ...

এ গানটি লিখেছেন ও সুর করেছেন প্রিন্স মাহমুদ। গানটির শিল্পী জেমস। ১৯৯৭ সালে প্রিন্স মাহমুদের মা মারা যান। মায়ের মৃত্যুর পর তিনি কিছুদিন গান-বাজনা থেকে দূরে ছিলেন। মাকে হারানোর কষ্ট নিয়েই প্রিন্স মাহমুদ গান করতে বসেন। মাকে নিয়েই তৈরি করেন প্রথম গান। কথায় সুরে ফুটিয়ে তোলেন মাকে হারানোর হাহাকার। গানটি তৈরি করার পর প্রিন্স মাহমুদ চিন্তায় পরে যান, কাকে দিয়ে এটি গাওয়াবেন? হঠাৎ করেই জেমসের কথা মনে পড়ে। জেমসেরও মা নেই। মা হারানোর কষ্ট কি সেটা জেমস জানে। প্রিন্স মাহমুদ জেমসের হাতেই তুলে দিলেন গানটি। রেকর্ডিংয়ে ভীষণ আবেগ দিয়ে গানটি গান জেমস। ১৯৯৯ সালে ‘এখনও দুচোখে বন্যা’ নামের একটা মিক্সড অ্যালবামে গানটি বের হয়। গানটি লুফে নেয় শ্রোতারা। মাকে নিয়ে অন্যতম জনপ্রিয় বাংলাগান এটি।

ওই আকাশের তারায় তারায় ...

গানটির কথা লিখেছেন আসিফ ইকবাল এবং সুর করেছেন শওকত আলী ইমন। গানটির শিল্পী ক্লোজআপ ওয়ান তারকা রাশেদ। পরবর্তীতে সুরকার শওকত আলী ইমনও গানটি গেয়েছেন। গীতিকার আসিফ ইকবালের মা মারা গেছেন অনেক আগে। হঠাৎ  একদিন রাতে তিনি মাকে স্বপ্ন দেখেন। স্বপ্নটি দেখার পর ঘুম ভেঙে হাতের কাছে কাগজ-কলম পেয়ে মাকে ভেবে কয়েকটা লাইন লিখে ফেলেন। গানের লাইনগুলো সুরকার শওকত আলী ইমনকে শোনান। মাত্র ২০ মিনিটের মধ্যে গিটারে লাইনগুলোতে সুর দিয়ে ফেলেন ইমন। ঠিক সেই সময়টায় চলছিল ক্লোজআপ ২০০৬-এর চূড়ান্ত পর্ব। গীতিকার ও সুরকার মিলে গানটি রাশেদকে দিয়ে গাওয়ান। গানটি গাওয়ার পর রাশেদ সবার প্রশংসা পায় এবং এই গানটির মাধ্যমেই সে সুপরিচিত হয়ে উঠে।

আরএম-১২/৫-৫

 

 

------------------------------------------------------------------------------

আমার মা পৃথিবীর শ্রেষ্ঠ মা : ত্রপা মজুমদার



 প্রস্তুতি : বিনোদন (প্রতিমুহূর্ত.কম) --
পৃথিবীর সব মাকে সন্মান জানাতে প্রতিবছর মে মাসের দ্বিতীয় সপ্তাহে বিশ্ব জুড়ে পালিত হয় বিশ্ব মা দিবস। একজন মায়ের কাছে সন্তানের চেয়ে বড় সম্পদ যেমন কিছু নেই, তেমনি সন্তানের কাছে মায়ের চেয়ে বড় আর কিছুই হতে পারে না। গর্বিত মায়ের যোগ্য কন্যা হিসেবে অনেক তারকাই আমাদের মিডিয়াতে প্রতিষ্ঠিত হয়েছেন। এমনই সফল তারকা মা-মেয়ে ফেরদৌসী মজুমদার ও ত্রপা মজুমদার। এবারের বিশ্ব মা দিবসে ত্রপা মজুমদার বলেছেন তার মা ফেরদৌসী মজুমদার সম্পর্কে।

বরেণ্য নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার ও অভিনেত্রী ফেরদৌসী মজুমদারের একমাত্র ত্রপা মজুমদার। বাবা-মায়ের পথ ধরে ত্রপা মজুমদারও অভিনয়ে এসেছেন। টিভিনাটকে তাকে তুলনামূলক কম দেখা গেলেও মঞ্চে নিয়মিত অভিনয় করছেন। থিয়েটার নাট্যদলের একাধিক প্রযোজনার নির্দেশনাও দিয়েছেন ত্রপা । বিজ্ঞাপনী সংস্থা এক্সপেশনে কর্মরত আছেন।

অভিনয়ে আসা প্রসঙ্গে মা ফেরদৌসী মজুমদারের প্রভাবের কথা জানিয়ে ত্রপা মজুমদার বললেন, বাবা-মা আমাদের পরিবারে যতোটুকু সময় দিতেন তার চেয়ে অনেক বেশি সময় দিতেন থিয়েটারে। মাকে যতোটা কাছে পেয়েছি, বাবাকে তারচেয়েও কম পেয়েছি। থিয়েটারে মায়ের অভিনয় দেখেই মনে মনে প্রস্তুতি নেওয়া শুরু করি, আমাকে অভিনয় করতে হবে। মা-বাবা কেউ অবশ্য আমার উপর থিয়েটার বা অভিনয় চাপিয়ে দেন নি। মা হচ্ছে আমার আমার অভিনয় আর থিয়েটারে আসার প্রধান অনুপ্রেরণা।

নিজের মধ্যে মায়ের প্রভাব উল্লেখ করে ত্রপা মজুমদার বলেন,আমি সবসময়ই আমার প্রিয় ‘মা’ কে অনুসরন করেছি। এতো বড় হয়ে উঠার পরও মাকেই অনুসরণ করছি। প্রতিনিয়ত আমি তার কাছ থেকে শিখেছি। সেই ছোটবেলায় যখন থেকে কিছু বুঝতে শিখেছি তখন থেকেই বুঝেছি মায়ের গুরত্ব। আসলে মায়ের আছে প্রচন্ড ভালবাসার ক্ষমতা। যার ছিটেফোঁটাও আমার মধ্যে নেই। আমার মায়ের ভেতরের সৃষ্টিশীলতাই আসলে আমাকে সৃজনশীল পেশায় আসতে প্রভাবিত করেছে।

মায়ের কাছ থেকে ত্রপা প্রতিনিয়ত শিখছেন এবং নিজেকে আবিস্কার করছেন নতুনভাবে। মা সম্পর্কে বলতে গিয়ে একটি ঘটনার কথা উল্লেখ করলেন ত্রপা মজুমদার। তিনি বললেন, সম্প্রতি পুরানা পল্টনে থিয়েটার স্কুল কার্যালয়ে পান্থ শাহরিয়ারের লেখা ‘বারামখানা’ নাটকের নির্দেশনা দিচ্ছিলাম আমি। সেদিন মহড়াকক্ষে রাত ৮টার সময় বাবাকে নিয়ে হাজির হন আমার মা। আমি এক দৃশ্যের কাজ শেষ করে আরেক দৃশ্যের প্রস্তুতি নিচ্ছিলাম। একটু পরে মাতালের একটি দৃশ্যের কাজ শুরু হয়। মাতালের ভূমিকায় যিনি অভিনয় করছেন তার কথা স্পষ্ট হচ্ছিল না এবং এই চরিত্রের অভিনয়কর্মী সহশিল্পীর সংলাপ শেষ না হতেই নিজের সংলাপ বলতে শুরু করলেন। বিষয়টি আমার কাছে ধরা পড়ে নি। কিন্তু মা ঠিকই ধরে ফেললেন।

ত্রপা মজুমদার বলে চললেন, মা তখন একটি বই পড়ছিলেন; কিন্তু অভিনেতার সংলাপ তার কানকে ফাঁকি দিতে পারল না। সঙ্গে সঙ্গেই মা বলে উঠলেন, সহশিল্পীর সংলাপ শেষ করার সময় দিতে হবে এবং মাতালের ভূমিকায় অভিনয় করলেও তোমার কথাগুলো স্পষ্ট হতে হবে। সঙ্গে সঙ্গে সে কর্মী নিজেকে শুধরে সফলভাবে অভিনয় করলেন। অভিনয় এবং নির্দেশনা সবক্ষেত্রেই মা আমাকে এরকম ছোটখাটো ভুলত্রুটি শুধরে দেন। শুধু আমাকেই নয়, দলের অন্যান্য নাট্যকর্মীও কাজের ব্যাপারে তার কাছ থেকেই বেশি  উৎসাহ পায়।

সবশেষে ত্রপা মজুমদার বললেন, এমন একজন গুণী মায়ের সন্তান হওয়া আমি নিজেকে ভাগ্যবান মনে করি। আমি আমার মাকে নিয়ে গর্বিত। আমার মা পৃথিবীর শ্রেষ্ঠ মা।

আরএম-১২/৫-৩

 

--------------------------------------------------------------------

 এবারের ক্লোজআপ ওয়ান খেতাব জিতলেন লায়লা

 

 প্রস্তুতি : বিনোদন (প্রতিমুহূর্ত.কম) --
ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ ২০১২-এর খেতাব জিতলেন লায়লা। পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন একটি মিতসুবিশি গাড়ি ও ১০ লাখ টাকা। প্রথম ও ২য় রানার আপ হয়েছেন যথাক্রমে সোহাগ এবং টুটুল।

১১ মে শনিবাররাতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘ক্লোজআপ ওয়ান: তোমাকেই খুঁজছে বাংলাদেশ` প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়।

বিভিন্ন পর্যায়ের ১৩টি রাউন্ড শেষে নির্বাচিত শীর্ষ তিন প্রতিযোগীর মধ্যে খেতাব বিজয়ী  লায়লা বিচারকের দেওয়া ৩৬ নম্বরসহ ৫৫ লাখ ৩০হাজার ২’শ এসএমএস ভোট পান। সোহাগ পেয়েছেন বিচারকের ৩১ নম্বর ও ৫৮ লাখ ২২হাজার ১১৬ ভোট। এবং বিচারকের ৩৫ নম্বর ও ৩০ লাখ এসএমএস ভোট পেয়ে ২য় রানার আপ হয়েছেন টুটুল। অতীতের সব রেকর্ড ভেঙে এবারের আসরে মোট ১ কোটি ৪০লাখ ৭৮ হাজার এসএমএস ভোট পড়ে।


গ্র্যান্ড ফিনাল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান তিন বিচারক আহমেদ ইমতিয়াজ বুলবুল, ফাহমিদা নবী ও পার্থ বড়ুয়া।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের বিভিন্ন সময়ের গান পরিবেশন করেন ক্লোজআপ ওয়ান-২০০৫, ২০০৬, ২০০৮ এবং এবারের আসরের শিল্পীরা। রাত ৮টা ১৫ মিনিট থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে এনটিভি।

 

 

   -----------------------------------------------------------------------------------------------------

চলছে ‘স্বপ্ন ও দ্রোহের জাতীয় নাট্যোৎসব’

http://paimages.prothom-alo.com/resize/maxDim/340x1000/img/uploads/media/2011-06-01-14-50-10-008178300-4.jpg
প্রস্ততি : বিনোদন (প্রতিমুহূর্ত.কম) ---

“দেশজ সংস্কৃতির বিকাশ ও আন্তর্জাতিক সংস্কৃতির সাথে মেলবন্ধন” শীর্ষক কর্মসূচির আওতায় দেশের ৬৪টি জেলার ৬৪টি কলেজ/ সংগঠনের এবং উক্ত জেলার বিভিন্ন কলেজের বা স্থানীয় নাট্যদলের কলা-কুশলীদের নিয়ে জেলা শিল্পকলা একাডেমীর ব্যবস্থাপনায় ‘স্বপ্ন ও দ্রোহের নাটক’ কেন্দ্রিক প্রযোজনা শিরোনামে একটি করে মৌলিক বাংলা নাটক তৈরি ও মঞ্চায়ন করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

কর্মসূচিটির সুষ্ঠু বাস্তবায়নকল্পে ৬৪জেলায় নাটকগুলো মঞ্চায়ণ শেষে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর নাট্যকলা ও চলচ্চিত্র বিষয়ক বিভাগের ব্যবস্থাপনায় গত ০৯ মে থেকে ১৭ মে একাডেমীর ৪(চার)টি মিলনায়তনে যথাক্রমে জাতীয় নাট্যশালার মূল হল, এক্সপেরিমেন্টাল থিয়েটার হল, ষ্টুডিও থিয়েটার হল এবং একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে আয়োজন করা হয়েছে ৬৪জেলার ৬৪টি নতুন নাটক নিয়ে বৃহত্তম 'স্বপ্ন ও দ্রোহের জাতীয় নাট্যোৎসব ২০১৩'।

আজ উৎসবের ৩য় দিন সন্ধ্যা ৬.৩০টায় একাডেমীর জাতীয় নাট্যশালা মূল হলে রাশেদ হায়দার এর রচনা ও নির্দেশনায় ফেনী সরকারি কলেজ এর নাটক ‘শমেশের গাজী বীর এই বাংলার, রাত ৮.০০টায় আবু ইসহাকের মহাপতঙ্গ গল্প অবলম্বনে আমিনুল ইসলাম বাবু নির্দেশিত সিলেট জেলা শিল্পকলা একাডেমীর নাটক ‘দোপেয়ে দৈত্য’ এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে বিকেল ৫.০০টায় জাহাঙ্গীর কবির খোকন রচিত, তুহিন খান নির্দেশিত বরগুনা সরকারি কলেজের নাটক ‘জলাধার’ সন্ধ্যা ৬.৩০টায় শিশির রহমান এর রচনা ও নির্দেশনায় মুন্সিগঞ্জ সরকারি হরগঙ্গা মহাবিদ্যালয়ের নাটক ‘বিবাদ সারগাম’ রাত ৮.০০টায় নিশান সাবের এর রচনা ও নির্দেশনায় মেহেরপুর পৌর কলেজের নাটক ‘নীল বৈঠক’ একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে বিকের ৫.০০টায় চাঁদপুর সরকারি কলেজের নাটক ‘জীবন যেখানে যেমন’ সন্ধ্যা ৬.৩০টায় আব্দুস শহীদ মিঠু রচিত, মোঃ নাজিম উদ্দিন জুলিয়াস নির্দেশিত ঝিনাইদহ সরকারি নূরুন্নাহার মহিলা কলেজের নাটক ‘চম্পাবতীর স্বপ্ন’ এবং রাত ৮.০০টায় জয়পুরহাট সরকারি কলেজের নাটক ‘স্বপ্নের উপাখ্যান’ মঞ্চস্থ হয়।
--------------------------------------------------------------------------------------------

 ২৫ মে আসছে দুই বন্ধুর ‘এইতো ভালোবাসা’

 


 প্রস্তুতি : বিনোদন (প্রতিমুহূর্ত.কম)

বাংলাদেশের চলচ্চিত্রের আজকের প্রজন্মের দুই জনপ্রিয় নায়ক ইমন ও নিরব। ব্যক্তিগত জীবনে তারা একে অন্যের বেশ ভালো বন্ধু। প্রথমবারের মতো দুই বন্ধু অভিনয় করেছেন এক ছবিতে। শাহীন কবির টুটুলের পরিচালনায় ‘এইতো ভালোবাসা’ ছবিতে ইমন ও নিরবের  সঙ্গে দেখা যাবে নায়িকা নিপুনকে। তাদের সঙ্গে আরো আছেন টেলিভিশনের আলোচিত অভিনেতা সিদ্দিকুর রহমানকে।


সব কিছু ঠিক থাকলে ‘এইতো ভালোবাসা’ ছবিটি আগামী মুক্তি পাবে আগামী ২৫ মে।  এর আগে গত ফেব্রুয়ারিতে ছবিটি মুক্তি পাওয়ার কথা থাকলেও পরে সেটি পিছিয়ে দেয়া হয়। গত বছর মুক্তি পাওয়া ছবিটির গানগুলো এরইমধ্যে বেশ শ্রোতাপ্রিয়তা পেয়েছে।
এতে আরো অভিনয় করেছেন, নায়করাজ রাজ্জাক, মিজু আহমেদসহ অনেকে। ছবিটির বিভিন্ন গানে কন্ঠ দিয়েছেন হৃদয় খান, আরফিন রুমি, ন্যন্সি, বাপ্পা মজুমদার, পড়শি, কুমার বিশ্বজিত ও কণা।
ছবিটি প্রযোজনা করেছে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি।

আরএম-১০/৫-২

--------------------------------------------------------------------------------------------------------

চ্যানেল আই রবীন্দ্রমেলা: নোবেল বিজয়ের এক-শতাব্দী উদযাপিত


প্রস্তুতি : বিনোদন (প্রতিমুহূর্ত.কম)

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এক’শ বায়ান্নাতম জন্মজয়ন্তি উপলক্ষে গ্রামীনফোনের সহযোগিতায় ঢাকার তেজগাঁওয়ের চ্যানেল আই কার্যালয়ে উদযাপিত হলো গ্রামীণফোন-চ্যানেল আই ৮ম রবীন্দ্রমেলা। সেই সাথে পালিত হলো কবিগুরুর নোবেল বিজয়ের এক-শতাব্দী।

 সকাল ১১.১০ মিনিটে চ্যানেল আই কার্যালয়ে অধ্যাপক মুস্তফা নূরুল ইসলাম, ভাষাসৈনিক আহমদ রফিক, অধ্যাপক বিশ্বজিত ঘোষ, সাংবাদিক কামাল লোহানী, সংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম ও আতাউর রহমান, টিভি ব্যক্তিত্ব আলী ইমাম, জামিল চৌধুরী ও মাহবুব জামিল, সঙ্গীতজ্ঞ ফাহমিদা খাতুন, আজাদ রহমান ও তপন মাহমুদ, ড. এনামুল হক, সাবেক উপদেষ্টা রাশেদা কে. চৌধুরী, চলচ্চিত্রকার শহীদুল ইসলাম খোকন ও শাহ আলম কিরণ, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক জহির উদ্দিন মাহমুদ মামুন ও মুকিত মজুমদার বাবু, রন্ধনশিল্পী কেকা ফেরদৌসীসহ অর্ধশত বিভিন্ন অঙ্গণের বিশিষ্ট ব্যাক্তিত্বের উপস্থিতিতে এক’শ নীল রঙের বেলুন উড়িয়ে ৮ম রবীন্দ্রমেলা এবং নোবেল বিজয়ের শতবর্ষ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়¡।

এসময় উপস্থিত ছিলেন সম্প্রতি চ্যানেল আইয়ের আজীবন সম্মাননাপ্রাপ্ত শিক্ষাবীদ ড. আনিসুজ্জামান। মেলার অন্যতম আকর্ষন ছিল সাবিনা ইয়াসমিনের প্রথম একক রবীন্দ্র সঙ্গীতের সিডি ‘আমি সন্ধ্যা দীপের শিখা’ ও ভিসিডি ‘পথ চাওয়াতেই আনন্দ’র মোড়ক উন্মোচন। সিডি ও ভিসিডি’র মোড়ক উন্মোচন করেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, স্পন্সর কোম্পানী কোহিনূর কেমিক্যালের পক্ষে গোলাম কিবরিয়া সরকার এবং গ্রীন ডেল্টা ইন্সুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক নাসির এ. চৌধুরী।

মঞ্চে এই প্রথমবারের মত রবীন্দ্র সঙ্গীত করেন সাবিনা ইয়াসমিন। ভিসিডি থেকে ‘আমার এই পথ চাওয়াতেই আনন্দ’ গানসহ একটি দলীয় সঙ্গীতও পরিবেশন করেন তিনি। প্রায় দু’বছর অক্লানÍ পরিশ্রমের পর ইমপ্রেস অডিও ভিশনের প্রকাশনায় এই গুণীশিল্পীর সিডি ও ভিসিডি দুটি প্রকাশিত হলো।

মেলায় ছিলো পানসুপারী, কেকা ফেরদৌসীর রান্নাঘর, অর্গানিক খাদ্য সামগ্রীর স্টল, ক্ষুদ্র ও শিল্পের স্টলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ২০টি স্টল।

 শিশু-কিশোরদের পাশাপাশি মেলায় চিত্রাংকন করেন দেশবরেণ্য চিত্রশিল্পী সমরজিত রায় চৌধুরী, আবদুল মান্নান, মনিরুজ্জামান, আবদুর শাকুর, শহীদ কবীর, রনজিত দাস, রেজাউন নবী, জহির উদ্দিন প্রমুখ।

দিনব্যাপি উন্মুক্ত মঞ্চে দলীয় নৃত্য পরিবেশনসহ রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করেন লিলি ইসলাম, সাজেদ আকবর, গোলাম হায়দার সহ আরও অনেকে। আবৃত্তি পাঠ করেন করেন সৈয়দ হাসান ইমাম ।

প্রতি বছরের ন্যায় এবারও চ্যানেল আই পুরো মেলার সার্বিক কার্যক্রম সরাসরি সম্প্রচার করেছে।

 মেলার উদ্বোধনী পর্ব উপস্থাপনা করেন আলী ইমাম এবং পুরো মেলা উপস্থাপনা করেন অপু মাহফুজ ও মৌসুমী বড়–য়া। মেলা পরিচালনা করেছেন আমীরুল ইসলাম ও শহিদুল আলম সাচু।

লেখা : আতিক আহম্মেদ অর্পন
এএ/১০/৫/১
---------------------------------------------------------------------------------------------

 

 

 

পড়শীর মন খারাপ

 পড়শীর মন খারাপ



প্রস্তুতি : বিনোদন (প্রতিমুহূর্ত.কম)

এই সময়ের আলোচিত গায়িকা পড়শী ২০১৩ সালের এসএসসি’র পরীক্ষার্থী ছিলেন। বৃহস্পতিবার প্রকাশিত ফলে জানা গেছে, তার প্রাপ্ত জিপিএ ৪.৯৪। অল্পের জন্য জিপিএ ৫ হাত ছাড়া হওয়ায় পড়শী এখন মন খারাপ।




ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের বানিজ্য বিভাগ থেকে পড়শী এবার এসএসসি পরীক্ষা দিয়েছিলেন।

পরীক্ষার ফল প্রকাশের পর প্রতিমুহূর্ত.কমকে নিজের প্রতিক্রিয়া জানিয়ে পড়শি বলেন, ‘‘অল্পের জন্য জিপিএ ৫ মিস করায় মন খারাপ লাগছ। পড়ালেখায় আরেকটু সময় দিতে পারলে হয়ত আরো ভালো করতে পারতাম। আসলে পরীক্ষার আগের দিনও আমাকে স্টেজ শো আর রেকর্ডিংয়ের কাজে সময় দিতে হয়েছে। তাই এ ফলাফল মেনে নিয়েই খুশি থাকতে হচ্ছে।’’

বর্তমানে পড়শী স্টেজ শো আর নিজের তৃতীয় একক ‘পড়শী-৩’ অ্যালবামের কাজ নিয়ে ব্যস্ত সময় পাড় করছেন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)