সারাদেশ

চৌদ্দগ্রামে আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ


প্রস্তুতি :  সারাদেশ (প্রতিমুহূর্ত.কম)

কুমিল্লার চৌদ্দগ্রামে শুভপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জামায়াত, শিবির, বিএনপি ও হেফাজতে ইসলামের ব্যানারে বাংলাদেশের বিভিন্ন জায়গায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গত ১০ মে শুক্রবার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

চৌদ্দগ্রামের কাদৈর হাই স্কুল মাঠে সভাটি অনুষ্ঠিত বিকেল ৪টায়। এ সভায় হাজার হাজার নারী-পুরুষের সমাবেশ ঘটে।

এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব ও প্রধান প্রকৌশলী এলজিইডি ওয়াহিদুর রহমান।

সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবদুস সোবহান হাসান ভূঁইয়া, থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শামসুদ্দিন চৌধুরী সেলিম, মেয়র মিজানুর রহমান মিজান।

আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ আবু তাহের, স্থানীয় আওয়ামী লীগ নেতা বম আফতাব, আক্তার পাটোয়ারী, জাহিদ হোসেন টিটু (চেয়ারম্যান), শাহজালাল মজুমদার (চেয়ারম্যান), সালাউদ্দিন আহমেদ (চেয়ারম্যান), শহিদুল ইসলাম শাহীন (চেয়ারম্যান), মাহফুজুর রহমান (চেয়ারম্যান), আবুল হাসেম (সাবেক চেয়ারম্যান), স্থানীয় আওয়ামী লীগ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃত্ববৃন্দ। উক্ত সভার সভাপতিত্ব করেন খলিলুর রহমান মজুমদার (সাবেক চেয়ারম্যান)।

“বাংলাদেশের কৃষি, শিক্ষা, শিল্প স্বাস্থ্যখাত, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন ঘটিয়ে স্বনির্ভর ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গঠনের বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রতিবন্ধকতা সৃষ্টি করার লক্ষ্যে একাত্তের মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি যুদ্ধাপরাধীদের বাঁচাতে কাজ করছে। সারাদেশে হরতাল সন্ত্রাস ও অরাজক পরিস্থিতি সৃষ্টি করে তারা দেশকে অচল করতে চায়।” প্রধান অতিথি মতিয়া চৌধুরী তার বক্তব্যে এসকল অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

রেলপথমন্ত্রী মুজিবুল হক মুজিব স্থানীয় পর্যায়ে সংগঠণকে শক্তিশালী করে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করার আহ্বান জানান।


জেএ-১১/৫-৩

 

----------------------------------------------------------------

বজ্রপাতে কুমিল্লা ও কুষ্টিয়ায় নিহত ৮

বজ্রপাতে কুমিল্লা ও কুষ্টিয়ায় নিহত ৮


প্রস্তুতি : সারাদেশ (প্রতিমুহূর্ত.কম)
বৃহস্পতিবার কুমিল্লা ও কুষ্টিয়ার বিভিন্ন জায়গায় বজ্রপাতে ৮ জনের মৃত্যু হয়েছে। এদিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কুমিল্লায় কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতে চান্দিনা, বুড়িচং, মুরাদনগর, লাকসাম, দাউদকান্দি উপজেলায় ১ জন করে ও তিতাসে ২ জনসহ ৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া কুষ্টিয়ার খোকসার মাছুয়াঘাটা গ্রামে বজ্রপাতে ২ গৃহবধূর মৃত্যু হয়েছে।  আহত হয়েছেন ২ জন।

বৃহস্পতিবার দুপুরে চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের ফাওই গ্রাামে মাঠ থেকে ধান নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে সহিদুল ইসলাম (৪৫) নিহত হন। একই সময় পার্শ্ববর্তী মেহার গ্রামের সাজেদা বেগম (৬০) ও সালাউদ্দিন (৩৪) আহত হন।

এদিকে বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়নের বাকশিমুলপুর মধ্যপাড়ায় ধান ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে মোখলেছুর রহমানের ছেলে আশিক (২২) নিহত হন।

লাকসাম উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের মজুমদার গ্রামের আবুল হোসেনের ছেলে সোহাগ মিয়া (২৬) নিহত ও ফজর আলীর ছেলে আবদুল মান্নান (৪০) আহত হন। তিতাস উপজেলার কড়িকান্দি ইউনিয়নের চররাজাপুর গ্রামের মো. আক্তার হোসেনের স্ত্রী সেলিনা আক্তার (৩৫) এবং ভিটিকান্দি ইউনিয়নের প্রতিবন্ধী জামাল উদ্দিনের ছেলে মো. সাদ্দাম হোসেন (১৮) বজ্রপাতে নিহত হন। দাউদকান্দি উপজেলার পৌর সদরের চৌধুরীর ছেলে প্লাবন মিয়া (৩২) বজ্রপাতের আঘাতে নিহত হন। আহতরা কুমিল্লার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ দিকে কুষ্টিয়ার খোকসার মাছুয়াঘাটা গ্রামে বজ্রপাতে ২ গৃহবধূর মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো ২ জন।

বৃহস্পতিবার সন্ধ্যায় মাছুয়াঘাটা গ্রামের গড়াই নদীতে স্নান করার সময় ৪ গৃহবধূ আকস্মিক বজ্রপাতের কবলে পড়েন। এ ঘটনায় তারা গুরুতরভাবে আহত হন। আহতদের উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার লক্ষ্মী ও আন্না নামের দুজনকে মৃত ঘোষণা করেন। অপর দুই গৃহবধূকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

জেএ/১০/৫-৩
---------------------------------------------------------------------------------------------------------

নারায়ণগঞ্জের পাগলা-জালকুড়ি সড়ক নিয়ে দুর্ভোগ

নারায়ণগঞ্জের পাগলা-জালকুড়ি সড়ক নিয়ে দুর্ভোগ

প্রস্তুতি : সারাদেশ (প্রতিমূহূর্ত.কম)

দীর্ঘদিন নারায়ণগঞ্জের পাগলা-জালকুড়ি রাস্তা
সংস্কার না হওয়ায় অবর্ননীয় দূর্ভোগ পোহাতে হচ্ছে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার কুতবপুর ইউনিয়নের ২৫ হাজার মানুষকে। দীর্ঘদিন এ অবস্থা বিরাজ করলেও কর্তৃপক্ষের এদিকে নজর নেই।

কুতুবপুর ইউনিয়নের প্রায় ২৫ হাজার মানুষ যাতায়তের জন্য পাগলা থেকে জালকুড়ি-দেলপাড়া রোডটির ওপর নির্ভরশীল। এক বছরের বেশি সময় ধরে সড়কটি ব্যবহারের সম্পূর্ন অনুপযোগী হয়ে আছে। দেউলপাড়া রোডটির পাশে দুটি প্রাথমিক বিদ্যালয়, দুটি উচ্চ বিদ্যালয়, একটি মাদ্রাসা ও একটি মন্দির রয়েছে। কল-কারখানার পণ্য আনা-নেওয়া ও বেচাকেনার জন্য ক্রেতা-বিক্রেতারা এ সড়কের উপর পুরোপুরি নির্ভরশীল।

৭ কিলোমিটার আয়তনের সড়কটির প্রায় পুরোটাই ভেঙ্গে গেছে। সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত। এ ছাড়া থানা সদরের সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যমও এ সড়কটি।

কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু কিছুদিন আগে জানিয়েছিলেন যে, রাস্তাটি সংস্কারের জন্য নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যানসহ সংলিষ্ট সব মহলকে অবহিত করা হয়েছে। উপজেলার মাসিক সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। অথচ অর্থ বরাদ্দ না পাওয়ায় রাস্তাটি সংস্কার বা মেরামত করা হচ্ছে না বলে জানিয়েছেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দেলপাড়া সড়কটি সংস্কারের দাবী জানান এলাকাবাসী।

লিখেছেন : শিপন চন্দ্র মন্ডল

এসসি-৮/৫-১
-------------------------------------------------------------------------------------------------------------

টাঙ্গাইলে পিকেটারের ধাওয়ায় সড়ক দুর্ঘটনা, ৩ ভাইসহ নিহত ৫

প্রস্তুতি : জাতীয় (প্রতিমুহূর্ত.কম)--

টাঙ্গাইল সদর উপজেলার বঙ্গবন্ধু সেতু-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কের আগবিক্রমহাটি এলাকায় বৃহস্পতিবার হরতাল সমর্থকদের ধাওয়ায় পিকআপ ভ্যান উল্টে ঘটনাস্থলেই একই পরিবারের ৩ তিন ভাইসহ ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন।

সকাল পৌনে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ইতোমধ্যে আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার ভোরে টাঙ্গাইল সদর উপজেলার আগবিক্রমহাটি এলাকায় ১৮ দলের সমর্থনকারী হরতালকারীরা ঢিল ছুড়ে যাত্রীবাহী পিকআপভ্যানটিতে। এসময় চালক পিকআপভ্যানটি নিয়ে দ্রুত পালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপভ্যানটি রাস্তার উপর উল্টে যায়। এ সময় পেছনে থাকা দ্রুতগামী একটি পণ্যবাহী  ট্রাক পড়ে যাওয়া যাত্রীদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই ওই পাঁচজনের মৃত্যু হয়। এসময় ৩ জন আহত হন।

এ দুর্ঘটনায় নিহতরা হলেন-জেলার কালিহাতী উপজেলার নারিন্দা গ্রামের একই পরিবারের তিনভাই নাজিম উদ্দিন (৫৫), নজরুল ইসলাম (৫৩) ও আনোয়ার হোসেন (৫০) এবং একই এলাকার দেলোয়ার হোসেন (৪৮) ও কালু (৪০)।

জেএ/৯/৫-২

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)