আর্ন্তজাতিক

বিল গেটস ফের বিশ্বের সেরা ধনী

প্রস্তুতি : আান্তর্জাতিক (প্রতিমুহূর্ত.কম) ---

মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস ফের উঠে এসেছেন বিশ্বের সেরা ধনীর তালিকার শীর্ষে। এর আগে একাধারে ১৩ বছর পৃথিবীর সর্বোচ্চ ধনী ব্যক্তি থাকার পর ২০০৮ সালে তিনি পিছিয়ে পড়েন। ৫ বছর পর বিল গেটস ফিরে পেয়েছেন তার হারানো জায়গাটা।


 বিশ্বখ্যাত ব্যবসা ও অর্থনীতি ভিত্তিক পত্রিকা ব্লুমবার্গের সর্বশেষ বিলিয়নিয়ার সূচকে শীর্ষস্থান দখল করে নেন ৫৭ বছর বয়সী বিল গেটস। ব্লুমবার্গ  জানিয়েছে, তার বর্তমানে ৭২.১ বিলিয়ন ডলারের মালিক। বিল গেটস প্রতিষ্ঠিত কোম্পানি মাইক্রোসফটের শেয়ারের দাম এ বছর ২৮ ভাগ বৃদ্ধি পাওয়ায় তার এই উত্থান। এটিই গত পাঁচ বছরের মধ্যে তার সর্বোচ্চ উত্থান। বিল গেটসের মোট সম্পদের পরিমান চলতি বছর ১০ শতাংশ বেড়ে গেছে।

বিশ্বের সেরা ধনী বিল গেটস দান করার ক্ষেত্রেও সবার চেয়ে এগিয়ে  । ২০০৭ সালের পর থেকে বিল গেটস এবং তার স্ত্রী মেলিন্ডা গেটস বিভিন্ন দাতব্য সংস্থায় ২৮ বিলিয়নের চেয়েও বেশি দান করেছেন। এমন কি মৃত্যুর পর মোট সম্পত্তির ৯৫ ভাগ দান করে দেওয়ারও পরিকল্পনা করেছেন এই দম্পতি।

মেক্সিকান টেলিকম টাইকুন কার্লোস স্লিম এতদিন বিশ্বের শীর্ষ ধনীর পদটি দখল করে ছিলেন । কিন্তু চলতই বছর তার ‘আমেরিকা মোবিল কোম্পানি ’-এর শেয়ারের দাম ১৪ ভাগ পড়ে যায়। এতে ৩ বিলিয়ন ডলার লোকসান দেন তিনি। বিল গেটসের চেয়ে ৫৫০ মিলিয়ন ডলার পিছিয়ে থেকে দ্বিতীয় অবস্থানে আছেন কার্লোস। শীর্ষ ধনীর তালিকার তৃতীয় অবস্থানে রয়েছেন আমেরিার বিভিন্ন ব্যাংক বিনিয়োগকারী ওয়ারেন বাফেট । তার মোট সম্পদের পরিমান ৫৯.৭ বিলিয়ন ডলার। চতুর্থ অবস্থানে রয়েছেন ইউরোপের সবচেয়ে ধনী আমাসিও ওর্তেগা। তার সম্পদের পরিমান ৫৬ বিলিয়ন ডলার। পঞ্চম স্থানে রয়েছেন ইঙ্কবার কামপ্রাড । তার সম্পদের পরিমান ৫৫.৬ বিলিয়ন ডলার।

 

---------------------------------------------------------------------------------

সৌদিতে বাংলাদেশিদের আকামা ট্রান্সফার চলবে ২ মাস


প্রস্তুতি: আন্তর্জাতিক (প্রতিমুহূর্ত.কম)--
দীর্ঘদিন বন্ধ থাকার পর সৌদি আরবে বাংলাদেশিদের আকামা ট্রান্সফার (ভিসা বহাল রেখে কর্মস্থল পরিবর্তন)   চালু হয়েছে শনিবার থেকে । এ সুযোগ চালু থাকবে আগামী দুই মাস । সৌদি সরকারের এক আদেশে এ তথ্য জানান হয়েছে।
সৌদি সরকারের এ আদেশে বলা হয়, শনিবার থেকে সৌদি প্রবাসী বাংলাদেশিরা তাদের আকামা ট্রান্সফার এবং পেশা পরিবর্তন করতে পারবেন। যারা অবৈধভাবে সেখানে থাকছিলেন তাদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে। আগামী দুই মাস পর্যন্ত এসব সুবিধা বহাল থাকবে।
এছাড়াও যেসব শ্রমিক হুরুপে (নিয়োগকর্তার মামলা) আছেন, তাদের হুরুপ কাটানোর বিষয়টিও সৌদি সরকারের সক্রিয় বিবেচনাধীন রয়েছে বলে জানা গেছে।
সৌদি আরবে লাখ লাখ বাংলাদেশি কাজ করছে। সরকারের এ সিদ্ধান্তে দেশটির লাখ লাখ প্রবাসী বাংলাদেশি সন্তোষ প্রকাশ করেছেন।
আরএম-১১/৫-২
 

 

---------------------------------------------------------------------------------------------------------------

পাকিস্তানের নির্বাচন : সহিংসতার মধ্যে চলছে ভোট গণনা


প্রস্তুতি: আন্তর্জাতিক (প্রতিমুহূর্ত.কম)--

পাকিস্তানের সাধারণ নির্বাচনের আংশিক ভোট গণনায় এগিয়ে আছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খান ও মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) নেতা নওয়াজ শরিফ ।

শনিবার রাত ৮টার দিকে পাকিস্তানের টেলিভিশন চ্যানেলগুলোর উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খান ২৭২টি আসনের ৫০টিরও বেশি আসনে এগিয়ে রয়েছে ।

আংশিক গণনায় দেখা গেছে, দুইবারের সাবেক প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি আসনে আসনে এগিয়ে থাকলেও ইমরানের দলের কাছে পাঞ্চাব প্রদেশে ১৫টি আসন হারিয়েছে  নওয়াজ শরিফ ।

পাকিস্তানের ১৪ তম সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী মূল দলগুলো হলো পাকিস্তান পিপল’স পার্টি (পিপিপি), পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন), মুত্তাহিদা কওমি মুভমেন্ট (এমকিউএম), পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) আওয়ামী ন্যাশনাল পার্টি (এএনপি), মুত্তাহিদ মজলিস-ই-আলাম (এমএমএ) ও জামায়াতে ইসলামি।

 ৩৪২টি আসনের মধ্যে নারীদের জন্য ৬০টি আসন এবং সংখ্যালঘু অমুসলিমদের জন্য সংরক্ষিত ১০টি । বাকি ২৭২ জন সদস্যকে জনগণের ভোটে নির্বাচিত  হতে হবে । কোনো দল এককভাবে ক্ষমতায় যেতে সেই দলকে  ৩৪২ আসন বিশিষ্ট ন্যাশনাল অ্যাসেম্বলি অব পাকিস্তানের কমপক্ষে  ১৭২টি আসন পেতে হবে, আর ব্যর্থ হলে গঠিত হবে ঝুলন্ত পার্লামেন্ট ।

বিশ্লেষকরা এবার পাকিস্তানে ঝুলন্ত পার্লামেন্টও গঠিত হতে পারে বলে মনে করছেন।


শনিবার পাকিস্তানের ১৪তম সাধারণ নির্বাচনেরভোট গ্রহন শুরু হয় স্থানীয় সময় সকাল ৮ টায় এবং বিকেল ৫টার মধ্যে ভোট গ্রহণ শেষ হওয়ার কথা থাকলেও ভোট গ্রহণ কেন্দ্রগুলোতে দীর্ঘ লাইন থাকায় ভোট গ্রহণ শেষ সন্ধ্যা ৬টায়। এছাড়া করাচির ৭টি আসনে স্থানীয় সময় রাত ৮ পর্যন্ত ভোট গ্রহণ চলে।

নির্বাচন চলাকালে বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনে জালিয়াতি আর কারচুপির অভিযোগ তুলেছে। করাচিতে সকালের দিকে ২টি বোমা হামলায় ১৩ জন নিহত ও অর্ধ শতাধিক লোক আহত হয়েছে।

এছাড়া  বিভিন্নস্থানে সহিংসতার ঘটনায় ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডন জানায়, শনিবার ৫টা ২৫ মিনিটে করাচির ২৫০ নং আসনে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ শুরু হয়নি । ফলে করাচিতে বৈঠক করেছে নির্বাচন কমিশন ।

করাচি ও হায়দ্রাবাদে নির্বাচন বয়কট করেছে জামায়াতে-ইসলামি। তাদের অভিযোগ মুত্তাহিদা কওমি মুভমেন্টের (এমকিউএম) কর্মীরা ভোটার দের হুমকি দিয়েছে। দলটির প্রধান সৈয়দ মনোয়ার হাসান বলেন, “এমনকি হায়দ্রাবাদে আমাদের কর্মীদের ওপর অস্ত্র দিয়ে হামলা করা হয়েছে এবং দু’টি আসনের ভোট কেন্দ্রকে বের করে দিয়েছে।”

এদিকে এমকিউএমের এক নেতা করাচির লিয়ারি শহরের তিনটি আসনে নির্বাচন বর্জন করে এমকিউএম। তার দাবি, তার দলের পক্ষের ভোট হাইজ্যাক করা হয়েছে। কয়েকটি জায়গায় ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

এমন ঘটনার প্রেক্ষিতে করাচিতে স্বচ্ছ ও অবাধ নির্বাচনের স্বীকার ব্যর্থতা স্বীকার করেছে নির্বাচন কমিশন।

কোয়েটা, চারসাদ্দা ও চামান শহরের বিভিন্ন স্থানে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংঘর্ষ হয়েছে। কয়েকটি জায়গায় ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনাও ঘটেছে।

 

 এএ

  ---------------------------------------------------------------------------------

পাকিস্তানে ভোটকেন্দ্রে বোমা বিস্ফোরণে নিহত ১০

প্রস্তুতি : জাতীয় (প্রতিমুহূর্ত.কম)
পাকিস্তানে টান টান উত্তেজনা নিয়ে আজ শনিবার শুরু হয়েছে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ। এদিকে ভোট গ্রহণের সময় সেখানকার বিভিন্ন স্থানে শক্তিশালী বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব বোমা হামলার ঘটনায় অন্তত ১০ জন নিহত এবং আরো  অর্ধশত লোক আহত হয়েছে।
১১ মে শনিবার পাকিস্তানের স্থানীয় সময় সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। আর এই ভোটগ্রহণ চলবে বিকাল ৫টা পর্যন্ত।

তালেবানদের নানা ধরণের হুমকি, সহিংসতা উপেক্ষা করে দেশের ভবিষ্যৎ নির্ধারণে শনিবার সকাল থেকেই ভোট কেন্দ্রেগুলোতে ভোটগ্রহণ শুরু হয়। ভোট দেয়ার জন্য কেন্দ্রে কেন্দ্রে যখন ভোটাররা লাইন ধরে ভোট দিচ্ছিলেন,  ঠিক তখনই করাচিতে বোমা বিস্ফোরণ ঘটানো হয়। করাচির কায়দাবাদ এলাকায় এই বিস্ফোরণে আশপাশের কয়েকটি ভবন ও দোকানসহ ব্যাপকভাবে ক্ষয়-ক্ষতি হয়েছে। 
এবার পাকিস্তানের জাতীয় পরিষদের ৩৪২ আসনের মধ্যে ২৭২টিতে সরাসরি নির্বাচন হচ্ছে। অন্য আসনগুলো সংরক্ষিত। এবারের নির্বাচনে ভোটারের সংখ্যা আট কোটি ৬০ লাখের বেশি। এর মধ্যে নারী ভোটারের সংখ্যা প্রায় তিন কোটি ৭০ লাখ। ভোটকেন্দ্রের সংখ্যা ৭০ হাজার।

নির্বাচন কমিশন জানিয়েছে, ৬৯ হাজার ৮০১টি ভোটকেন্দ্রে এক লাখ ৯৩ হাজার ৪৫১টি বুথে ভোট নেওয়া হচ্ছে। এর মধ্যে ৩০ হাজার ৮৯৫টি ভোটকেন্দ্র অতিমাত্রায় ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। পাকিস্তানে নির্বাচনপূর্ব সহিংসতায় এখন পর্যন্ত ১২০ জন নিহত হয়েছে।
নির্বাচনে ছয় লাখ নিরাপত্তাকর্মী আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ৭৫ হাজার সেনাসদস্য রয়েছেন। সবচেয়ে স্পর্শকাতর ভোটকেন্দ্রগুলোতে পাঁচ হাজার সেনা মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, এই প্রথম সামরিক হস্তক্ষেপ ছাড়াই কোনো সরকারের ৫ বছর মেয়াদ শেষে নির্বাচন হচ্ছে পাকিস্তানে। এবারের নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের নেতৃত্বাধীন মুসলিম লীগ (পিএমএল-এন), সাবেক ক্রিকেট তারকা ইমরান খানের নেতৃত্বাধীন তেহরিক-ই ইনসাফ (পিটিআই) এবং প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি ও তার ছেলে বিলাওয়াল জারদারির নেতৃত্বাধীন পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে।

জেএ/১১/৫-১
-------------------------------------------------------------------------------------------

কে জিতবে পাকিস্তানের নির্বাচনে ?

 



প্রস্তুতি: আন্তর্জাতিক (প্রতিমুহূর্ত.কম)

পাকিস্তানে আজ শনিবার ১১ মে সাধারণ নির্বাচনশেষ মুহূর্তে সাবেক ক্রিকেটার পিটিআই দলের প্রধান ইমরান খানের পক্ষে সমর্থন বেড়ে গেছে বলে মনে করছেন বিশ্লেষকেরাঅবশ্য গড়ে সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান মুসলিম লিগের প্রধান নওয়াজ শরিফই এগিয়ে

বিভিন্ন কারণে প্রথম সারির দলগুলো নিজেদের পক্ষে ভোটারদের বড় অংশের সমর্থন নিতে ব্যর্থ হওয়ায় দুর্বল কাঠামোর সরকার গঠিত হতে পারে এমন আশঙ্কা করচেন বিশ্লেষকরা পাকিস্তান জাতীয় পরিষদের ৩৪২ আসনের মধ্যে ২৭২টিতে সরাসরি নির্বাচন হবে বাকি ৭০টি সংরক্ষিত আসন নওয়াজ শরিফের  দল বেশি আসন পেতে পারে বলে ধারণা করা হচ্ছেযদি তা-ই হয়, তাহলে ১৪ বছর পর ক্ষমতায় ফিরবেন তিনি১৯৯৯ সালে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন নওয়াজ শিরফ


তবে শেষ মুহূর্তে ইমরানের প্রতি সমর্থন বেড়ে গেছে বলে যে ধারণা করা হচ্ছে গত বৃহস্পতিবার ইসলামাবাদে বিশাল সমাবেশ করেছে তেহরিক-ই-ইনসাফএতে অন্তত ৩৪ হাজারের বেশি মানুষ যোগ দেয়গত মঙ্গলবার ০৭ মে লাহোরের এক সমাবেশে মঞ্চে ওঠার সময় পড়ে আহত ইমরান খান হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এ কারনে  ইসলামাবাদের সমাবেশে যোগ দিতে পারেননি ইমরান খান । তার পরও সমাবেশে এত মানুষের উপস্থিতি তাঁর প্রতি সমর্থন বাড়ার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে



নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শেষ হয়েছে বৃহস্পতিবার মধ্যরাতেনির্বাচনে যে বিষয়টিকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছেসেই সহিংসতা কিন্তু চলছে গতকাল শুক্রবার ০৯ মে কোয়েটা ও পেশোয়ারে পৃথক দুই বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছে তালেবানরা হুমিক দিয়েছে নির্বাচনের দিনও আত্মঘাতী হামলা চালানো হবে


তালেবানের হুমকি সত্ত্বেও এবারের নির্বাচনে ভোটার উপস্থিতি বেশি হবে বলে আশা করা হচ্ছে এবারের নির্বাচনে ভোটারসংখ্যা ৮ কোটি ৬০ লাখের বেশিএর মধ্যে নারী ভোটার প্রায় ৩ কোটি ৬৫ লাখ, মোট ভোটকেন্দ্র ৭০ হাজারনির্বাচনে প্রয় ৬ লাক্ষ নিরাপত্তাকর্মী আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন করা হচ্ছেএর মধ্যে ৫০ হাজার সেনাসদস্য থাকবেন

নির্বাচনে বিদায়ী সরকারের প্রধান শরিক দল পাকিস্তান পিপলস পার্টির  অবস্থান হতাশাজনককারণে প্রচারণায় নেতার  টেলিভিশন বিজ্ঞাপন ও ব্যানারে প্রচারণা চালানো পিপিপি প্রয়াত প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান বেনজির ভুট্টোর ভাবমূর্তিকেই মূল পুঁজি হিসেবে ব্যবহার করেপ্রেসিডেন্ট পদে থাকায় পিপিপির কো-চেয়ারম্যান আসিফ আলী জারদারি প্রচারণায় আংশ নিতে পারেননিঅন্যদিকে  দলের চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো বয়স কম হওয়ায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননিএসব কারণে পিপিপির ফল হতাশাজনক হতে পারে বলে মনে করা হচ্ছে

আরেক- ১১/৫-১
-------------------------------------------------------------------------

অ্যান্টার্কটিকায় ১০ গুণ দ্রুত বরফ গলছে

 

প্রস্তুতি : আর্ন্তজাতিক (প্রতিমুহূর্ত.কম) --

এবারের গ্রীষ্মে অ্যান্টার্কটিকা মহাদেশের বরফ বিগত ছয়শ বছরের তুলনায় ১০ গুণ দ্রুত গলতে শুরু করেছে। গত ৫০ বছরে সময়ে বরফ গলার হার তুলনামূলকভাবে সবচেয়ে দ্রুত ছিল। সম্প্রতি প্রকাশিত অস্ট্রেলিয়া ব্রিটেনের যৌথ গবেষণা দলের সমীক্ষার ফলাফলে সব তথ্য উঠে এসেছে।  

 নেচার জিওসায়েন্স নামের গবেষণা সাময়িকীতে সমীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। অ্যান্টার্কটিকা মহাদেশে অতীতের তাপমাত্রা কি ছিল নিয়ে দ্বিতীয় সমীক্ষা চালানো হলো। সমীক্ষায় অংশ নিয়েছে ব্রিটিশ অ্যান্টার্কটিকা সার্ভে এবং অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির একটি গবেষক দল সমীক্ষা চালায়।  

গবেষণা দলটি বরফ আচ্ছাদিত মহাদেশের উত্তরের জেমস রস আইল্যান্ডে খনন করেছে। তারা দ্বীপের ৩৬৪ মিটার অর্থাৎ ১১৯৪ ফুট গভীর পর্যন্ত বরফ স্তর ড্রিলিং করেছে। অতীতে মহাদেশের তাপমাত্রা কেমন ছিল তা যাচাইয়ের জন্য খনন করা হয়। গ্রীষ্মকালে বরফ গলে এবং তারপর আবার জমাট বাঁধে। বরফের স্তর বিন্যাস দেখে খালি চোখেই বিষয়টি বোঝা যায়। এই বরফের ঘনত্ব মেপে বরফ গলার ইতিহাস বের করতে পারেন বিজ্ঞানীরা। গত এক হাজার বরফে অ্যান্টার্কটিকা মহাদেশে তাপমাত্রার কতোটা হেরফের হয়েছে তা এভাবেই নির্ণয় করেন গবেষকরা।  

গবেষক দলের প্রধান অস্ট্রেলিয়া ন্যাশনাল ইউনিভার্সিটির ধরিত্রী বিজ্ঞান অনুষদের নেবিলি আরাম বলেন, আজ থেকে ছয়শ বছর আগে অ্যান্টার্কটিকা মহাদেশে সবচেয়ে শীতল পরিবেশ ছিল এবং গ্রীষ্মকালে সবচেয়ে কম বরফ গলেছে। ২০ শতকের শেষের দিকে অ্যান্টার্কটিকার যে তাপমাত্রা নেয়া হয়েছে ছয়শ বছর আগের সে সময়ে তাপমাত্রা তার চেয়ে দশমিক ডিগ্রি সেলসিয়াস কম ছিল। এছাড়া বাৎসরিক বরফপাতের পর গ্রীষ্মকালে যে বরফ গলেছে তার পরিমাণ ছিল মাত্র দশমিক শতাংশ। বর্তমানে এর চেয়ে ১০ গুণ বেশি হারে বরফ গলছে বলে জানান তিনি।  

গবেষক দলটি বলেছেঅ্যান্টার্কটিকা মহাদেশের বরফের সোপান এবং হিমবাহের ওপর প্রত্যক্ষ পরোক্ষ প্রভাব কি পড়ছে তা সঠিকভাবে বের করার জন্য জাতীয় গবেষণার গুরুত্ব রয়েছে। জাতীয় গবেষণা ফলাফল থেকে বোঝা যাচ্ছে, অ্যান্টার্কটিকা মহাদেশের উষ্ণতা এমন এক পর্যায়ে গেছে যে, গ্রীষ্মকালে তাপমাত্রা সামান্য বাড়লেও ব্যাপক হারে বরফ গলতে শুরু করে।
 
সূত্র : ইন্টারনেট
লেখা : আব্দুল্লাহ আল জুবায়ের
এজে- ১০/-

 ---------------------------------------------------------------------------------

 

 

পাকিস্তানের নির্বাচনে ব্যাপক সহিংসতার আশংকা



প্রস্তুতি : আন্তর্জাতিক ( প্রতিমুহূর্ত.কম) --

আগামীকাল ১১ মে শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে পাকিস্তানের সাধারণ নির্বাচন । স্বাধীনতার পর এই প্রথম একটি গণতান্ত্রিক সরকারের অধীনে নিয়মতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তরের পথ খুলে যাচ্ছে । তবে সুন্নি প্রধান পাকিস্তানের ধর্মীয় সংখ্যালঘুরা বিশেষ করে আ্হমদিয়ারা এ প্রক্রিয়াকে সহজ ভাবে দেখছেন না ।


পাকিস্তানের ১৮ কোটি মানুষের মধ্যে প্রায় ৯৫ শতাংশ মুসলমান । এর মধ্যে মাত্র ১০ থেকে ১৫ শতাংশ মতাবলম্বী । জনসংখ্যার বাকি চার শতাংশ খ্রিস্টান, হিন্দু ও আহমাদিয়া।


পাকিস্তানি ভোটারদের মন জয় করতে ধর্মীয় চেতনাকে সবচে বেশি গুরুত্ব দেয় প্রধান দলগুলো । এ ক্ষেত্রে প্রধান লক্ষ থাকে সংখ্যাঘরিষ্ঠ সুন্নি মুসলমানরা। কিন্তু পাকিস্তানের সবচেয়ে জনবহুল প্রদেশ পাঞ্জাবের কথাই ধরা যাক। এই শহরের অধিকাংশ অধিবাশি আহমাদিয়া সম্প্রদায়ের। কিন্তু পাকিস্তারে র্পালামেন্টের নিন্মকক্ষ জাতীয় পরিষদে সংরক্ষিত ৭০টির মধ্যে মাত্র ১০টি অমুসলিমদের।


এ দিকে সাবেক ক্রিকেটার ইমরান খান পিটিই দলের প্রধান এক নির্বাচনি প্রচারনা লিফট থেকে পরে আহত হওয়ার কারণে নির্বাচনি প্রচালনা বন্ধ রেখেছে দলটি । এক জরিপে দেখাগেছে  এখন পর্যন্ত কোন দলেই সংখ্যাঘরিষ্ঠতায় তেমন এগিয়ে নেই। প্রধান দল গুলোর মধ্যে মোট আসনের ৩৪.৮৯ শতাংশ পাবে পিএমএল-এন , ২৪.৮৯ শতাংশ পাবে পিপিপি এবং ১২.১১ শতাংশ পাবে পিটিআই ।

নির্বাচনকে সামনে রেখে সহিংসতায় একশ জনের বেশি লোক নিহত হয়েছে। সহিংসতার ধারাবাহিকতায় শুক্রবার বেলুচিস্তানে নির্বাচনী দফতর ও সম্ভাব্য ভোটগ্রহণকেন্দ্রগুলোতে জঙ্গিরা হামলা করে যাচ্ছে।

শুক্রবার মিরামশাহের খাজা জান মার্কেট ও উত্তর ওয়াজিরিস্তান আদিবাসী অঞ্চলের তল্লাশি চৌকিতে পৃথক দুটি বোমা বিস্ফোরণের ঘটনায় অন্তত ৫ জন নিহত ও ১৩ জন আহত হয়েছে। মাত্র এক ঘণ্টার ব্যবধানে এই দুটি বিস্ফোরণের ঘটনা ঘটে।

বেলুচিস্তানের দেরা বুগতি জেলায় আরও তিনটি ভোটগ্রহণ কেন্দ্রে জঙ্গিরা বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

পকিস্তানের সাধারন নির্বাচনে আত্মঘাতী হামলার পরিকল্পনা করছে তালেবান। তা প্রতিরোধে কাজ করে যাচ্ছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী।

লেখা: মো: রাফি খান
আর কে-১০/০৫-২
------------------------------------------------------------------------------------------------------------

 

 বিশ্ব সংবাদ মাধ্যমে রেশমা উদ্ধারের ঘটনা

 

 প্রস্তুতি : আন্তর্জাতিক (প্রতিমুহূর্ত.কম) ---

এ এক অবিশ্বাস্য ঘটনা, অলৌকিক কাহিনী। সাভারের রানা প্লাজার ভয়াবহ ভবন ধসের ১৭ দিন পর ধ্বংসস্তুপ থেকে উদ্ধার হওয়া নারী পোশাক শ্রমিক রেশমার বেঁচে থাকার ঘটনা বিস্মিত করেছে গোটা  বিশ্বের মানুষকে।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে উঠে এসেছে রেশমা উদ্ধারের ঘটনাটি। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএন শীর্ষ সংবাদে স্থান দিয়েছে এ ঘটনাটিকে। সিএনএনের খবরে বলা হয়েছে, শুক্রবার উদ্ধার অভিযান চালানোর সময় লাশের পর লাশ বের করে আনতে আনতে ক্লান্ত উদ্ধারকারীরা একজনকে জীবিত দেখতে পায়। উদ্ধারকর্মীরা সাহায্যের জন্য এক নারীর কণ্ঠস্বর শুনতে পায়,  “আমি জীবিত। দয়া করে, আমাকে উদ্ধার করুন।”।

যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম বিবিসির শীর্ষ সংবাদ হিসেবে স্থান পেয়েছে রেশমার এই অবিশ্বাস্য বেঁচে থাকার ঘটনাটি। রেশমার উদ্ধারকে ‘নাটকীয় ঘটনা’ হিসেবে উল্লেখ করেছে সংবাদ মাধ্যমটি। বিবিসির সংবাদ বলা  হয়েছে, ১৭ দিন আগে বাংলাদেশের রাজধানী ঢাকার উপকণ্ঠে ধসে পড়া আটতলার ধ্বংসস্তুপ থেকে এক জীবিত নারীকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ‘দয়া করে আমাকে বাঁচান’- এ আহ্বান শোনার পর তারা রেশমা নামের ওই নারীকে রানা প্লাজার তৃতীয় তলা থেকে উদ্ধার করেন।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স ‘বাংলাদেশের ফ্যাক্টরির ধ্বংসস্তুপ থেকে জীবিত এক নারী উদ্ধার’ শিরোনামের সংবাদটিতে জানিয়েছে, ধসে পড়া ভবনের উদ্ধারকার্জে নিয়োজিতদের বিস্মিত করেছে রেশমা। ধসে পড়া ভবনের নিচতলা থেকে যখন সেনাবাহিনীর উদ্ধারকর্মীরা তাকে বের করে নিয়ে আসে তখন শত শত প্রত্যক্ষদর্শী খুশিতে কেঁদে ফেলেন।

যুক্তরাষ্ট্রের 'হাফিংটন পোস্ট', ব্রিটিশ দৈনিক 'দ্য টেলিগ্রাফ', 'দ্য গার্ডিয়ান পত্রিকা, ভারতের `টাইমস অব ইন্ডিয়া' সহ আন্তর্জাতিক প্রায় সব পত্রিকার অনলাইন সংস্করণে প্রচ্ছদ পাতায় অলৌকিকভাবে রেশমাকে জীবিত উদ্ধারের ঘটনাটি শীর্ষ সংবাদে হিসেবে স্থান পেয়েছে ।




-----------------------------------------------------------------------------------------------------------

পাকিস্তানের নির্বাচনে আত্মঘাতী হামলার পরিকল্পনা তালেবানদের

প্রস্তুতি : আন্তর্জাতিক (প্রতিমুহূর্ত.কম )
পাকিস্তানে সাধারণ নির্বাচনে ভোট গ্রহণের দিন সারা দেশে আত্মঘাতী হামলার পরিকল্পনা করছে তালেবানএই পরিকল্পনার কথা জানা যায় তালেবান নেতা হাকিমুল্লাহ মেহসুদের এক চিঠি থেকে তালেবানদের হামলা রুখতে নির্বাচনের দিন সেনাবাহিনী ভোটকেন্দ্রগুলোতে দায়িত্ব পালন করবে বলে জানা গেছে আগামীকাল শনিবার ১১ মে পাকিস্তানের সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে

পাকিস্তান তালেবান প্রধান মেহসুদ জনৈক মুখপাত্রের কাছে পাঠানো এক চিঠিতে নির্বাচনের দিন আত্মঘাতী হামলার পরিকল্পনার কথা জানায় চিঠিতে দেশটির  চারটি প্রদেশে আত্মঘাতী হামলার পরিকল্পনার  কথা বলা হয়
ওই  চিঠি বার্তা সংস্থা রয়টার্স গতকাল বৃহস্পতিবার হাতে পেয়েছে চিঠিতে মেহসুদ বলেন, আমরা নাস্তিকদের এইগণতান্ত্রিক  ব্যবস্থা মানি না চিঠি মে তারিখ প্রেরণ করা হয়

তালেবানদের হুমকির কারণে দেশটির ধর্মনিরপেক্ষ দলগুলো স্বাভাবিক ভাবে তাদের নির্বাচনী প্রচারণা চালাতে পারেনি বিশেষ করে ক্ষমতাসীন জোটের প্রধান শরিক পাকিস্তান পিপলস পার্টি এর সহযোগী দলগুলো তালেবান হামলার শিকার হয়েছে সবচেয়ে বেশি
পাকিস্তানে এপ্রিলে নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকে এখন পর্যন্ত  তালেবান হামলায় শতাধিক ব্যক্তি প্রাণ হারায়
গতকাল সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির ছেলে আলী হায়দার গিলানিকে অপহরণ করা হয়েছে তবে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল মুসলিম লিগ সাবেক ক্রিকেটার ইমরান খানের দল তেহরিক--ইনসাফ ধর্মভিত্তিক দলগুলোর প্রতি তালেবানের কোন হুমকি ছিল না
নওয়াজ ইমরান দুজনই পাকিস্তানে মার্কিন ড্রোন হামলার বিপক্ষে এবং একই সাথে তালেবানের সঙ্গে সরকারের আলোচনার পক্ষে বিষয়টিই তাদের পক্ষে তালেবানের সহানুভূতির মূল কারণ বলে মনে করছেন বিশ্লেষকরা

ভোট গ্রহনের দিন তালেবানদের হামলা ঠেকাতে দায়িত্ব পালনের ঘোষণা দিয়েছে দেশটির সেনাবাহিনী গতকাল বৃহস্পতিবার সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল অসীম বাজা জানান, সবচেয়ে বেশি জনসংখ্যা রয়েছে পাঞ্জাব প্রদেশে নির্বাচনের দিন তিন লাখ নিরাপত্তাকর্মী মোতায়েন করা হবে পাঞ্জাব প্রদেশে এর মধ্যে সেনাসদস্য থাকবেন ৩২ হাজার

পাকিস্তানে তালেবানের ঘাঁটি বলে পরিচিত পাখতুনখাওয়া প্রদেশে ভোট গ্রহনের দিন ৯৬ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন করা হবে ।
 
সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্বাচনের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সেনাসদস্য থাকবেন মোট ৫০ হাজার
লেখা: মো: রাফি খান
সূত্র : ওয়েব
আরকে ১০/৫-১

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)