কুষ্টিয়ার মিরপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিকী নির্বাচন সম্পন্ন

প্রস্তুতি : মিডিয়া (প্রতিমুহূর্ত.কম)

কুষ্টিয়ার মিরপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিকী কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষে আজ ১৭ মে শুক্রবার সকালে ক্লাব কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনে সভাপতি পদে দৈনিক সাগরখালী পত্রিকার সম্পাদক মহাম্মদ আলী জোয়ার্দ্দার ১৫ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী প্রার্থী দৈনিক নয়াদিগন্তের উপজেলা প্রতিনিধি হাজী আছাদুর রহমান বাবু পেয়েছেন ৮ ভোট। সহ-সভাপতি পদে দৈনিক বাংলাদেশ সময়ের জেলা প্রতিনিধি কাঞ্চন কুমার হালদার ২০ ভোট ও দৈনিক আজকের সূত্রপাতের স্টাফ রিপোর্টার ফিরোজ আহাম্মেদ ১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী দৈনিক হাওয়ার মিরপুর প্রতিনিধি অধ্যাপক আব্দুস সালাম পেয়েছেন ৮ ভোট।

সাধারণ সম্পাদক পদে দৈনিক ভোরের ডাকের মিরপুর উপজেলা সংবাদদাতা রাশেদুজ্জামান রিমন ১৩ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী দৈনিক দেশতথ্য’র মারফত আফ্রিদী পেয়েছেন ১০ ভোট।

যুগ্ম-সাধারণ সম্পাদক পদে দৈনিক সত্যখবরের মিরপুর প্রতিনিধি মজিদ জোয়ার্দ্দার ১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী দৈনিক হাওয়ার কুদরতে খোদা সবুজ পেয়েছে ১০ ভোট। প্রচার ও দপ্তর সম্পাদক পদে দৈনিক আরশীনগর পত্রিকার স্টাফ রিপোর্টার আহসান হাবীব উজ্জ্বল ১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী দৈনিক বাংলাদেশ বার্তার স্টাফ রিপোর্টার জমির উদ্দিন পেয়েছে ১০ ভোট।

এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক কুষ্টিয়ার মিরপুর প্রতিনিধি রাশিদুজ্জামান রাশেদ ও অর্থ-সম্পাদক পদে দৈনিক ডেসটিনি’র ফেরদৌস-উর-রহমান রাজন, নির্বাহী সদস্য পদে ম্যাচ লাইন মিডিয়ার আলমগীর কবির বিনা প্রতিদ্ব›দ্বীতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে ২৫ জন ভোটারের মধ্যে ২৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মুরাদ হোসেন। তাকে সহযোগিতা করেন পল্লী বিদ্যুৎ সমিতির মিরপুর জোনাল অফিসের ডিজিএম আলতাব উদ্দিন।

নির্বাচন চলাকালীন সময়ে কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদ জাহান লেলিন। নির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ।



প্রতিবেদন : হোসাইন মোহাম্মদ সাগর, কুষ্টিয়া প্রতিনিধি

সম্পাদনা : জামিল আশরাফ খান, নিউজরুম এডিটর
এইচএম/জেএ/১৭/০৫-৩

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)