সিলেটে বিদ্যুতের দাবিতে তামাবিল সড়ক অবরোধ


প্রস্তুতি : সারাদেশ (প্রতিমুহূর্ত.কম)

টাকা দিয়েও ট্রান্সফরমার পাচ্ছেন না সিলেটের সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নের ৪ গ্রামের মানুষ। ফলে বিদ্যুতের দাবিতে এলাকাবাসী আজ ১৯ মে রোববার বিকেলে সিলেট- তামাবিল সড়ক ২ ঘন্টা অবরোধ করে রাখে। বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত সড়কের দাসপাড়া এলাকায় এ অবরোধ পালিত হয়।

এ সময় অবরোধকারীরা টায়ার জ্বালিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। ফলে সড়কের দু’দিকে শত শত যাত্রী ও মালবাহী যান আটকা পড়ে।

জানা গেছে, সিলেট সদর উপজেলার দাসপাড়া এলাকায় বিদ্যুতের একটি ট্রান্সফরমার বিকল হয়ে পড়লে এলাকায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়। ট্রান্সফরমার পরিবর্তনের কথা বলে সিলেট বিউবো-২ অফিসের প্রকৌশলী ইমরুল কবির এলাকাবাসীর কাছ থেকে ২০ হাজার টাকা আদায় করেন। কিন্তু এক সপ্তাহ পেরিয়ে গেলেও ট্র্রান্সফরমার বসানো হয়নি।

ফলে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে আজ বিকেলে সিলেট- তামাবিল সড়ক অবরোধ করেন। পরে বিদ্যুৎ বিভাগের উর্ধ্বতন কর্তার পক্ষ থেকে অবিলম্বে সমস্যার সমাধান করে দেয়ার আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।

প্রতিবেদন : এম. মহসীন, জেলা প্রতিনিধি, সিলেট
সম্পাদনা: হাসান ইমাম, বিভাগীয় সম্পাদক, সারাদেশ

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)