ঘূর্ণিঝড় মহাসেনের আঘাতে ছয় জনের মৃত্যু




প্রস্তুতি : জাতীয় (প্রতিমুহূর্ত.কম)

আজ ১৬ মে বৃহস্পতিবার সকালে ঘূর্ণিঝড় মহাসেন পটুয়াখালী, বরগুনা ও নোয়াখালীর বিভিন্ন স্থানে আঘাত হেনেছে। এতে বরগুনায় ৩ জন, পটুয়াখালীতে ২ জন ও ভোলায় ১ জন  মারা গেছেন ।

এই মুহূর্তে ঘূর্ণিঝড় মহাসেন বাংলাদেশের উপকূল অতিক্রম করছে । ঘণ্টায় এর গতিবেগ ২০-২৫ কি.মি. । আগামী ৩ থেকে ৫ ঘন্টার মধ্যে চট্টগ্রাম ও কক্সবাজার অতিক্রম করার সম্ভাবনা রয়েছে । 

ঘূর্ণিঝড়টি এখন ফেনী হয়ে সীতাকুণ্ডের দিকে অগ্রসর হচ্ছে । এটি বর্তমানে তেঁতুলিয়া নদী ও মেঘনা অববাহিকায় অবস্থান করছে । 

তবে অতিবৃষ্টির কারণে দুর্বল হয়ে গিয়েছে ঘূর্ণিঝড় মহাসেনের গতি । বৃষ্টি বাড়লে গতি আরও কমবে বলে মনে করছে আবহাওয়া অধিদপ্তর ।


প্রতিবেদন : সজল বি রোজারিও
সম্পাদনা : জামিল আশরাফ খান, নিউজরুম এডিটর
আরএস/জেএ/১৬/৫-১

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)