১৩ দফা দাবী পূরণের জন্য প্রয়োজনে আমরণ আন্দোলন করে যাবো : আল্লামা শফী




প্রস্তুতি : রাজনীতি (প্রতিমুহূর্ত.কম)

১৩ দফা দাবী পূরণের জন্য প্রয়োজনে আমরণ আন্দোলন করে যাবো একথা বলেছেন হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ্ আহমদ শফী। গত ১৭ মে শুক্রবার বন্দর নগরী চট্টগ্রামের স্থানীয় একটি সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাতকারে আল্লামা শফী এসব কথা বলেন

এছাড়া হেফাজতে ইসলামের নেতাকর্মীদের উপর নির্যাতনের প্রতিবাদ ও আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে মৃত্যুর আগ পর্যন্ত আন্দোলন করে যাবেন বলে জানান আল্লামা শফী

গত ৫ মে ঢাকা অবরোধ কর্মসূচীতে হেফাজতে ইসলামের সাথে আইন-শংঙ্খলা বাহিনীর ব্যাপক সংঘর্ষের পর থেকে হেফাজতে ইসলাম সারা দেশব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেএরআগে দেশব্যাপী হেফাজতে ইসলামের ব্যানারে শান্তিপূর্ণ বিভিন্ন সভা-সমাবেশ করে যেখানে মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো

এদিকে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় ও তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা নতুন কর্মসূচির মাধ্যমে সংগঠনের কার্যক্রমকে কিভাবে বেগবান কার যায় তা নিয়ে বেশ তৎপর হয়ে উঠেছে


আল্লামা শফী  বলেন, হেফাজত ইসলামের সামনের কর্মসূচি কেন্দ্রীয় কমিটির শীর্ষ আলেমদের সাথে পরামর্শ করে জানানো হবে


"হেফাজতে ইসলাম আগের অবস্থানে আছে, আমাদের আন্দোলন কোন রাজনৈতিক আন্দোলন নয়কিছু ইসলাম বিদ্বেষী লোক সরকারকে ভুল বুঝিয়ে সাম্প্রতি সময়ে ঘটে যাওয়া ঘটনাটি ঘটিয়েছে বলে জানিয়েছেন আল্লামা শফী বলেন


১৩ দফা দাবী প্রসঙ্গে হেফাজতের আমীর আল্লামা শফী বলেন,“হেফাজতে ইসলামের আন্দোলন ঈমান-আক্বীদা রক্ষার আন্দোলন১৩ দফা দাবী সরকার বাস্তবায়ন না করা পর্যন্ত আন্দোলন চলবেমৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাব ইনশাল্লাহ আমার সাথে হাজারো তৌহিদী জনতা থাকবেন

প্রতিবেদন : আতিক আহম্মেদ অর্পণ
সম্পাদনা: আব্দুল্লাহ আল জুবায়ের, নিউজরুম এডিটর

এএ/এজে- ১৮/৫-১

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)