ইন্দোনেশিয়ায় খনি ধসে মৃতের সংখ্যা বেড়ে ২১


প্রস্তুতি : আন্তর্জাতিক (প্রতিমুহূর্ত.কম) 

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় একটি খনির সুড়ঙ্গ ধসে মৃতের সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে। দুর্ঘটনার সময় সুড়ঙ্গটির ভেতর ৩৮ জন লোক ছিল। বাকিরাও মৃত বলে ধারণা করা হচ্ছে। সুড়ঙ্গটি মাটির নিচের একটি প্রশিক্ষণ স্থাপনার অংশ ছিল। এটি খনি এলাকার বাইরে। 

১৪ মে ইন্দোনেশিয়ার পাপুয়া প্রদেশের পার্বত্যাঞ্চলে অবস্থিত বিশ্বের অন্যতম বৃহৎ স্বর্ণ ও তামার খনি ফ্রিপোর্ট-ম্যাকমোরাস গ্রাসবার্গে এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পরপরই ১০ জন শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়।

ফ্রিপোর্টের ইন্দোনেশিয়া শাখা জানিয়েছে, উদ্ধারকর্মীরা ইট-পাথরের ধ্বংসস্তুপের ভিতর থেকে মৃতদেহ উদ্ধার করেছে। এতে মৃতের সংখ্যা নিশ্চিতভাবে ২১ জনে দাঁড়াল। উদ্ধার কর্মীরা সুড়ঙ্গে চাপা পড়া আরো সাত শ্রমিকের সন্ধানে তল্লাশী চালাচ্ছে।

সুড়ঙ্গের ছাদ থেকে এখনো ইট-পাথর ভেঙ্গে পড়ছে। যার কারণে উদ্ধার তৎপরতা মন্থর গতিতে চলছে।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুসিলো বামবাং ইউধোইয়োনো বলেছেন, কারিগরি ত্রুটির কারণে নাকি কর্তৃপক্ষের অবহেলায় এই দুর্ঘটনাটি ঘটেছে, তা নির্ণয়ে সরকার একটি বিস্তারিত তদন্ত করবে।

সূত্রঃ বাসস

প্রতিবেদন : তাওসীফ তালুকদার
সম্পাদনা : সজল বি রোজারিও
টিটি/এসআর-২১/০৫-১


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)