চলছে ‘স্বপ্ন ও দ্রোহের জাতীয় নাট্যোৎসব’


http://paimages.prothom-alo.com/resize/maxDim/340x1000/img/uploads/media/2011-06-01-14-50-10-008178300-4.jpg

চলছে ‘স্বপ্ন ও দ্রোহের জাতীয় নাট্যোৎসব’

প্রস্ততি : বিনোদন (প্রতিমুহূর্ত.কম) ---

“দেশজ সংস্কৃতির বিকাশ ও আন্তর্জাতিক সংস্কৃতির সাথে মেলবন্ধন” শীর্ষক কর্মসূচির আওতায় দেশের ৬৪টি জেলার ৬৪টি কলেজ/ সংগঠনের এবং উক্ত জেলার বিভিন্ন কলেজের বা স্থানীয় নাট্যদলের কলা-কুশলীদের নিয়ে জেলা শিল্পকলা একাডেমীর ব্যবস্থাপনায় ‘স্বপ্ন ও দ্রোহের নাটক’ কেন্দ্রিক প্রযোজনা শিরোনামে একটি করে মৌলিক বাংলা নাটক তৈরি ও মঞ্চায়ন করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

কর্মসূচিটির সুষ্ঠু বাস্তবায়নকল্পে ৬৪জেলায় নাটকগুলো মঞ্চায়ণ শেষে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর নাট্যকলা ও চলচ্চিত্র বিষয়ক বিভাগের ব্যবস্থাপনায় গত ০৯ মে থেকে ১৭ মে একাডেমীর ৪(চার)টি মিলনায়তনে যথাক্রমে জাতীয় নাট্যশালার মূল হল, এক্সপেরিমেন্টাল থিয়েটার হল, ষ্টুডিও থিয়েটার হল এবং একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে আয়োজন করা হয়েছে ৬৪জেলার ৬৪টি নতুন নাটক নিয়ে বৃহত্তম 'স্বপ্ন ও দ্রোহের জাতীয় নাট্যোৎসব ২০১৩'।

আজ উৎসবের ৩য় দিন সন্ধ্যা ৬.৩০টায় একাডেমীর জাতীয় নাট্যশালা মূল হলে রাশেদ হায়দার এর রচনা ও নির্দেশনায় ফেনী সরকারি কলেজ এর নাটক ‘শমেশের গাজী বীর এই বাংলার, রাত ৮.০০টায় আবু ইসহাকের মহাপতঙ্গ গল্প অবলম্বনে আমিনুল ইসলাম বাবু নির্দেশিত সিলেট জেলা শিল্পকলা একাডেমীর নাটক ‘দোপেয়ে দৈত্য’ এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে বিকেল ৫.০০টায় জাহাঙ্গীর কবির খোকন রচিত, তুহিন খান নির্দেশিত বরগুনা সরকারি কলেজের নাটক ‘জলাধার’ সন্ধ্যা ৬.৩০টায় শিশির রহমান এর রচনা ও নির্দেশনায় মুন্সিগঞ্জ সরকারি হরগঙ্গা মহাবিদ্যালয়ের নাটক ‘বিবাদ সারগাম’ রাত ৮.০০টায় নিশান সাবের এর রচনা ও নির্দেশনায় মেহেরপুর পৌর কলেজের নাটক ‘নীল বৈঠক’ একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে বিকের ৫.০০টায় চাঁদপুর সরকারি কলেজের নাটক ‘জীবন যেখানে যেমন’ সন্ধ্যা ৬.৩০টায় আব্দুস শহীদ মিঠু রচিত, মোঃ নাজিম উদ্দিন জুলিয়াস নির্দেশিত ঝিনাইদহ সরকারি নূরুন্নাহার মহিলা কলেজের নাটক ‘চম্পাবতীর স্বপ্ন’ এবং রাত ৮.০০টায় জয়পুরহাট সরকারি কলেজের নাটক ‘স্বপ্নের উপাখ্যান’ মঞ্চস্থ হয়।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)