ধূমপানে জিনগত পরিবর্তন ঘটে, হয় ক্যান্সার



প্রস্তুতি: স্বাস্থ্য (প্রতিমুহূর্ত.কম)

ধূমপানের পর পোশাকে এবং ধূমপায়ীর আঙুলে ধোঁয়ার দুর্গন্ধ থেকে যায়। কিন্তু এখানেই কি শেষ। গবেষকেরা বলছেন, ‘না' তাদের মতে, ধূমপায়ীদের কোষের জিনেও থেকে যায় এর প্রভাব।

 নতুন একটি গবেষণায় দাবি করা হচ্ছে, ধূমপানের ফলে মানুষের জিনে রাসায়নিকভাবে পরিবর্তন ঘটে এবং প্রভাবিত হয়। এর ফলেই পরবর্তী সময়ে ধূমপায়ীদের ক্যানসার দেখা দেয়। জেমস ফ্যালাগানের নেতৃত্বে গবেষণাটি করেছেন একদল ইউরোপীয় গবেষক। গবেষণা নিবন্ধটি বিজ্ঞান সাময়িকী হিউম্যান মলিকুলার জেনেটিকস- প্রকাশিত হয়েছে।  

ইউরোপের ক্যানসার এবং পুষ্টি গবেষণা প্রতিষ্ঠান ইপিআইসিতে গবেষণাটি করা হয়। গবেষকরা ৩৭৪ জন ধূমপায়ীর জিনগত পরিবর্তন নথিভুক্ত করেন। এরপর ধূমপায়ী স্বাভাবিক মানুষের স্বাস্থ্যের পরিবর্তনের তুলনা করেন। 

তাঁরা দেখতে পান, ধূমপায়ীদের মধ্যে মিথাইল গ্রুপের যৌগের উপস্থিতি রয়েছে। অপরদিকে যারা কখনোই ধূমপান করেননি, তাদের শরীরে এগুলো অনুপস্থিত। এই মিথাইল গ্রুপের যৌগের কারণেই মূলত ক্যান্সার হয়।

গবেষকদের মতে, এই প্রথম ধূমপানের সঙ্গে ক্যান্সার হওয়ার সবচেয়ে স্পষ্ট যোগাযোগ পাওয়া গেল।

সূত্র: ইন্টারনেট
রিপোর্ট: আব্দুল্লাহ আল জুবায়ের, নিউজরুম এডিটর
এজে-১৮/৫-৩

 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)