সংলাপের জন্য তৃতীয় পক্ষের প্রয়োজন নেই : ড্যান মজিনা

প্রস্তুতি : জাতীয় (প্রতিমুহূর্ত.কম)--
 বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সংলাপে বসার জন্য যুক্তরাষ্ট্র. অন্য কোনো দেশ বা তৃতীয় কোনো পক্ষকে প্রয়োজন হবে না। বুধবার সকালে আমেরিকান সেন্টারে ২৬ ও ২৭ মে অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অংশীদারিত্ব বৈঠক বিষয়ে জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মজিনা একথা বলেন।

প্রধান দুই রাজনৈতিক দলের সংলাপের জন্য তৃতীয়পক্ষ হিসেবে
মজিনা দায়িত্ব নিবেন কী না, এ প্রশ্নের উত্তরে মজিনা বলেন, বাংলাদেশ এখন আগের চেয়ে অগ্রসর একটি দেশ। তারা নিজেরাই এই সমস্যার সমাধান করতে পারবে বলে তিনি আশাবাদী। তবে বাংলাদেশে বিনিয়োগ এবং বাইরের ক্রেতাদের আসা নিশ্চিত করতে রাজনৈতিক স্থিতিশীলতার ওপর আবারো জোর দেন মার্কিন রাষ্ট্রদূত।

সম্প্রতি শ্রমমন্ত্রী তাকে ট্রেড ইউনিয়ন বাস্তবায়নে চাপ দেয়ার বিরোধীতা করে চিঠি দিয়েছেন, এর প্রতিক্রিয়া জানতে চাইলে মজিনা বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সব স্টেটে ট্রেড ইউনিয়নের অধিকার নেই- এটি ঠিক নয়। এছাড়াও জিএসপি সুবিধা বহাল থাকা না থাকার সঙ্গে টিকফা চুক্তির কোনো সম্পর্ক নেই বলেও জানান মার্কিন রাষ্ট্রদূত।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)