অবৈধ ভিওআইপি’র ৫০ হাজার সিমকার্ড বন্ধ

প্রস্তুতি : প্রযুক্তি (প্রতিমুহূর্ত.কম)


অবৈধ ভিওআইপি’র  অভিযোগে দেশের ছয়টি মোবাইল ফোন অপারেটরের ৫০ হাজার সিমকার্ড বন্ধ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

আজ ১৬ মে বৃহস্পতিবার রাতে বিটিআরসি'র এক অভিযানে এ ৫০ হাজার সিমকার্ড জব্দ করার পর বন্ধ করে দেওয়া হয়।


বিটিআরসি’র ঊর্ধ্বতন এক কর্মকর্তার বরাতে জানা যায়, সিমবক্স ডিটেকশন যন্ত্রের মাধ্যমে অবৈধ ভিওআইপিতে ব্যবহৃত ছয়টি অপারেটরের প্রায় ৫০ হাজার সিম সিম সনাক্ত করে তা বন্ধ করে দেয়া হয়। এর মধ্যে একমাত্র রাষ্ট্রায়ত্ত মালিকানাধীন অপারেটর টেলিটকের সিম বেশি।”



প্রতিবেদন : হাসান ইমাম, বিভাগীয় সম্পাদক, প্রযুক্তি
এইচআই- ১৬/০৫- ৩

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)