৩৪তম বিসিএস

প্রস্তুতি : সারাদেশ (প্রতিমুহূর্ত.কম)

আগামী ২৪ মে শুক্রবার অনুষ্ঠিত হবে ৩৪তম বিসিএস প্রিলিমিনিয়ারি পরীক্ষা। এ লক্ষ্যে সরকারী কর্ম কমিশন (পিএসসি) আসন বিন্যাস প্রকাশ করেছে। আসন বিন্যাস পাওয়া যাচ্ছে  পিএসসির অফিশিয়াল ওয়েব সাইটে (http://bpsc.gov.bd)।

এবার ৩৪ তম বিসিএস পরীক্ষায় ২ হাজার ৫২টি পদের বিপরীতে অংশ নেবে ২ লাখ ২১ হাজার ৫৭৫ জন পরীক্ষার্থী। মোট ১০০ নম্বরের পরীক্ষার জন্য প্রশ্ন ধার্য থাকবে ১০০টি। প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ১ নম্বর কাঁটা যাবে।

পরীক্ষা শুরু হবে সকাল ১০টায়। পরীক্ষার্থীদের সকাল ৯টা ২০ মিনিটের মধ্যে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে বলেছে পিএসসি।

এবছর মোট ১৭৪টি পরীক্ষা কেন্দ্রের মধ্যে ঢাকায় ১০২টি, রাজশাহীতে ২৩টি, চট্টগ্রামে ১২টি, খুলনায় ১১টি, বরিশালের ৫টি, সিলেটে ৭টি এবং রংপুরে ১৪টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে ।

অন্যান্যবারের মতো এবারো পরীক্ষার কক্ষে বই, ব্যাগ, মোবাইল ফোন, ঘড়ি সদৃশ্য মোবাইল বা কোনো প্রকার ধরনের ইলেকট্রনিক যোগাযোগযন্ত্র সঙ্গে নেয়া যাবে না। তবে পরীক্ষায় সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করা গেলেও সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।

পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষার হলে অন্য কাগজপত্রের সঙ্গে প্রয়োজনে জাতীয় পরিচয়পত্র পরীক্ষা করা হবে।

প্রতিবেদন : কে এম মুত্তাকী
সম্পাদনা : আতিক আহম্মেদ অর্পণ
কেএম/২১/০৫-১

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)