সৌদিতে বাংলাদেশিদের আকামা ট্রান্সফার চলবে ২ মাস

সৌদিতে বাংলাদেশিদের আকামা ট্রান্সফার চলবে ২ মাস


প্রস্তুতি: আন্তর্জাতিক (প্রতিমুহূর্ত.কম)--

দীর্ঘদিন বন্ধ থাকার পর সৌদি আরবে বাংলাদেশিদের আকামা ট্রান্সফার (ভিসা বহাল রেখে কর্মস্থল পরিবর্তন)   চালু হয়েছে শনিবার থেকে । এ সুযোগ চালু থাকবে আগামী দুই মাস । সৌদি সরকারের এক আদেশে এ তথ্য জানান হয়েছে।
 
সৌদি সরকারের এ আদেশে বলা হয়, শনিবার থেকে সৌদি প্রবাসী বাংলাদেশিরা তাদের আকামা ট্রান্সফার এবং পেশা পরিবর্তন করতে পারবেন। যারা অবৈধভাবে সেখানে থাকছিলেন তাদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে। আগামী দুই মাস পর্যন্ত এসব সুবিধা বহাল থাকবে।
 
এছাড়াও যেসব শ্রমিক হুরুপে (নিয়োগকর্তার মামলা) আছেন, তাদের হুরুপ কাটানোর বিষয়টিও সৌদি সরকারের সক্রিয় বিবেচনাধীন রয়েছে বলে জানা গেছে।
 
সৌদি আরবে লাখ লাখ বাংলাদেশি কাজ করছে। সরকারের এ সিদ্ধান্তে দেশটির লাখ লাখ প্রবাসী বাংলাদেশি সন্তোষ প্রকাশ করেছেন।
 
আরএম-১১/৫-২
 
 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)