সনি এক্সপিরিয়ার নতুন ফোন এক্সপিরিয়া জেড





প্রস্তুতি : প্রযুক্তি (প্রতিমুহূর্ত.কম)


একটির পর একটি নতুন স্মার্টফোন মডেল ক্রেতাদের উপহার দিয়ে যাচ্ছে  সনির এক্সপিরিয়া সিরিজ । সম্প্রতি সনির নতুন ফোন সনি এক্সপিরিয়া জেড স্মার্টফোনটি বাজারে নতুন মাত্রা যোগ করলো ।

৫ ইঞ্চির স্পর্শকাতর পর্দার ১৪৬ গ্রাম ওজনের এই ফোনটিতে রয়েছে অটোফোকাস সুবিধাযুক্ত ১৩.১ মেগাপিক্সেল ক্যামেরা । সেকেন্ডারী ক্যামেরাটি ২.২ মেগাপিক্সেল । ক্যামেরার অনান্য সুবিধার মধ্যে জিও- ট্যাগিং, টাচ ফোকাস, ফেস ডিটেকশন ইমেজ অন্যতম ।


১৬ গিগাবাইট ইন্টারনাল মেমোরি ও ২ গিগাবাইট র‍্যাম ছাড়াও এক্সটারনাল ৩২ গিগাবাইট মেমোরি কার্ড স্লটের সুবিধা রয়েছে । এনড্রয়েড জেলিবিন (ভার্সন ৪.১.২) অপারেটিং সিস্টেমে চালিত ফোনটিতে জিপিএস, জিপিআরএস, ইডিজিই, ওয়ালেন, ব্লু-টুথ, এমএমএস, ইমেইল, আইএম, পুশ মেইল, টিভি আউট, ডকুমেন্ট ভিউয়ারসহ আরো অনেক সুবিধা রয়েছে । কোয়াড-কোর ১.৫ গিগা ক্রেইটের সিপিইউ ফোনটিকে যথেষ্ট সমৃদ্ধ করে তুলেছে । ফোনটিতে একবার চার্জে সর্বোচ্চ ৪০ ঘন্টা গান শোনার সুবিধা রয়েছে । এছাড়া টুজি নেটওয়ার্কে ৫৫০ ঘন্টা ও থ্রি নেটওয়ার্কে ৫৩০ ঘন্টা স্ট্যান্ড-বাই চলতে পারে । ফোনটি দিয়ে টুজি নেটওয়ার্কে সর্বোচ্চ ১৪ ঘন্টা ও ৩ নেটওয়ার্কে সর্বোচ্চ ১১ ঘন্টা টানা কথা বলা যাবে ।


ফোনটির বর্তমান মূল্য ৪৫০০০ টাকা (ডলার মূল্যের উপর নির্ভরশীল) ।
সূত্র: গ্যাজেট অ্যাণ্ড গিয়ার

প্রতিবেদন : হাসান ইমাম
সম্পাদনা : সজল বি রোজারিও

এইচআই- ১০/০৫- ০৫

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)