কর্ণেল তাহেরের বিচারকে অবৈধ ঘোষণার পূর্ণাঙ্গ রায়


প্রস্তুতি : জাতীয় (প্রতিমুহূর্ত.কম)

কর্ণেল তাহেরের বিচারকে অবৈধ ঘোষণা করে দেয়া হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে সোমবার। এ পূর্নাঙ্গ রায়ে স্বাক্ষর করেন হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চের বিচারপতিরা । ২০১১ সালের ২২ মার্চ সামরিক আদালতে কর্ণেল তাহেরের বিচারকে অবৈধ বলে রায় দিয়েছিল হাইকোর্টের একটি বেঞ্চ।

পূর্ণাঙ্গ রায়ে হাইকোর্ট কর্নেল তাহেরের মৃত্যুদণ্ডকে ঠাণ্ডা মাথার খুন হিসেবে উল্লেখ করেছেন এবং ট্রাইব্যুনাল গঠনের অনেক আগেই জিয়াউর রহমান কর্নেল তাহেরের মৃত্যুদণ্ড দেয়ার জন্য মনস্থির করেছিলেন।

রায়ে আরো বলা হয়, যেহেতু জিয়া আর জীবিত নেই সেহেতু আইন অনুযায়ী তার আর বিচার সম্ভব নয়। কিন্তু তবুও সরকারের উচিত এই হত্যার জন্য দায়ী কেউ জীবিত থাকলে তাকে খুঁজে বের করে হত্যার দায়ে অভিযুক্ত করা।

১৯৮ পৃষ্ঠার এই রায়ে কর্নেল তাহেরকে একজন বীর মুক্তিযোদ্ধা ও দেশের গৌরব বলে উল্লেখ করা হয়।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)