রাশিয়াতে আমেরিকার গুপ্তচর




প্রস্ততি : আন্তর্জাতিক (প্রতিমুহূর্ত.কম)

রাশিয়ার এনটিভি চ্যানেলে সম্প্রতি প্রচার হওয়া একটি রিপোর্টে অভিযোগ করা হয়েছে, যুক্তরাষ্ট্র রাশিয়ার বিভিন্ন রাষ্ট্রীয় তথ্য ফাঁস করার চেষ্টা করছে।

রাশিয়ায় মার্কিন দূতাবাসের একজন কর্মী গুপ্তচর হিসেবে অভিযুক্ত হয়েছেন এবং তাকে দেশ ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে।

ক্রেম্লিন রয়েল নামের অপর এক টিভি স্টেশন থেকে সম্প্রচারিত একটি ভিডিওতে দেখানো হয়, অভিযুক্ত রায়ান ফগল মস্কোর সেরিমিটিয়োবো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাসপোর্ট প্রদর্শন করছেন। রিপোর্টে বলা হয় তিনি রবিবার দেশ ত্যাগ করেছেন।




রাশিয়ান সিকিউরিটি সার্ভিসেস জানিয়েছে, ফগল মার্কিন দূতাবাসের তৃতীয় সচিব। তার বিরুদ্ধে রাশিয়ায় একজন এজেন্ট নিয়োগের চেষ্টা করার অভিযোগ আনা হয়েছে ।

তবে মার্কিন দূতাবাস এই বিষয়ে কিছু জানাতে অস্বীকৃতি জানিয়েছেন।

ডেস্ক রিপোর্ট : আরফান সুপ্ত

এএস ২০/৫-১২

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)