অ্যামনেস্টির প্রতিবেদন উদ্দেশ্য প্রণোদিত : আইন প্রতিমন্ত্রী


প্রস্তুতি : সারাদেশ (প্রতিমুহূর্ত.কম)

আইন প্রতিমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম বলেছেন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বর্তমান সরকারকে হেয় প্রতিপন্ন করতে উদ্দেশ্য প্রণোদিতভাবে নেতিবাচক প্রতিবেদন প্রকাশ করেছে। তাদের এ প্রতিবেদন সরকার প্রত্যাখান করেছে । ২৩ মে বৃহস্পতিবার বিকেলে বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে কুমিল্লা টাউনহল মাঠে আয়োজিত বৌদ্ধদের র‌্যালি উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “গত কয়েক বছর ধরে এ সংগঠনটি সরকারের বিরুদ্ধে অপতৎপরতায় রয়েছে। বুধবার রাতে তেমনই একটি উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা প্রতিবেদন প্রকাশ করেছে তারা।”

তিনি আরও বলেন, “৭১’র ঘাতক দালালরা এখনো দেশকে বিভাজনের চেষ্টা করছে, যুদ্ধাপরাধীদের বিচারের মধ্য দিয়ে দেশ বিভাজন মুক্ত হবে। এখন দেশের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে হবে।”

এসময় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা বৌদ্ধ সমিতির সাধারণ সম্পাদক যতি সিংহ, ধর্মরক্ষিত শ্রী মহাদেরু, শীলভদ্র মহাদেরু, লায়ন অ্যাডভোকেট কিরণময় দত্ত, কুমিল্লা বারের পিপি অ্যাডভোকেট মজিবুর রহমান, কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জহিরুল ইসলাম ও আরো অনেকে।
আরএম-২৩/৫-৪

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)