১০ বোর্ডের সেরা ২০ শিক্ষা প্রতিষ্ঠান

১০ বোর্ডের সেরা ২০ শিক্ষা প্রতিষ্ঠান

 

 প্রস্তুতি : শিক্ষা (প্রতিমুহূর্ত.কম) ---

 ২০১৩ সালের এসএসসির ফল প্রকাশিত হয়েছে। দেশের ১০ টি শিক্ষা বোর্ডে কোন্ কোন্ স্কুলের শিক্ষার্থীরা এবার ভাল রেজাল্ট করেছে, তা নিয়ে শুরু হয়ে গেছে হিসাব-নিকাশ। ফলাফলের ভিত্তিতে আলাদাভাবে সেরা ১০ টি বোর্ডের সেরা ২০ টি শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা নিচে তুলে ধরা হলো।

ঢাকা শিক্ষা বোর্ড

এবারের এসএসসি পরীক্ষায় ফলাফলের ভিত্তিতে ঢাকা বোর্ডের সেরা শিক্ষা প্রতিষ্ঠান মতিঝিল আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজ। দ্বিতীয় স্থানে আছে ভিকারুননিসা নূন স্কুল এ্যান্ড কলেজ। তৃতীয় হয়েছে রাজউক উত্তরা মডেল স্কুল এ্যান্ড কলেজ। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ চতুর্থ। পঞ্চমস্থানে আছে মির্জাপুর ক্যাডেট কলেজ। ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের স্থান ষষ্ঠ। পরের স্থানে আছে মতিঝিল গবর্মেন্ট হাইস্কুল। ময়মনসিংহ জেলা স্কুল অবস্থান অষ্টম। নবম মতিঝিল গবর্মেন্ট বয়েজ হাইস্কুল। হলিক্রস গার্লস হাইস্কুল দশম। মাইলস্টোন কলেজ এগারোতম, ময়মনসিংহ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ১২তম। ধানমণ্ডি গবর্মেন্ট ল্যাবরেটরি হাইস্কুলের অবস্থান তেরো। মোহাম্মদপুর সেন্ট জোসেফ হাইস্কুল ১৪তম। মনিপুর হাইস্কুল রয়েছে পরবর্তী স্থানে। বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের অবস্থান ১৬তম। ১৭তম অবস্থানে রয়েছে মোহাম্মপুর প্রিপারেটরি হাইয়ার সেকেন্ডারি স্কুল। বিদ্যাময়ী গবর্মেন্ট গার্লস হাইস্কুল ১৮তম। বিন্দুবাসিনী গবর্মেন্ট বয়েজ হাইস্কুল ১৯তম। শহীদ বীরউত্তম লেফ্টেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ ও মতিঝিল মডেল হাইস্কুল যৌথভাবে ২০তম হয়েছে।

রাজশাহী শিক্ষা বোর্ড 

রাজশাহী শিক্ষা বোর্ডে প্রথমস্থান অর্জন করেছে বগুড়া জেলা স্কুল। দ্বিতীয় স্থনে আছে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ। তৃতীয় বগুড়া গার্লস হাইস্কুল। ক্রমান্বয়ে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে- রাজশাহী গবর্মেন্ট গার্লস হাইস্কুল, পাবনা ক্যাডেট কলেজ, রাজশাহী ক্যাডেট কলেজ, রাজশাহী গবর্মেন্ট ল্যাবরেটরি হাইস্কুল, বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজ, পাবনা জেলা স্কুল, রাজশাহী কলেজিয়েট স্কুল, রাজশাহী গবর্মেন্ট পিএন গার্লস হাইস্কুল, নাটোর কাদিরাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, বগুড়া বিএম মডেল স্কুল এ্যান্ড কলেজ, বগুড়া এসওএস হারমেন কলেজ, নওগাঁ গবর্মেন্ট কেডি হাইস্কুল, বগুড়া আর্ম পুলিশ ব্যাটেলিয়ান পাবলিক স্কুল এ্যান্ড কলেজ, সিরাজগঞ্জ গর্বমেন্ট বিএল হাইস্কুল, বগুড়া পুলিশ লাইন হাইস্কুল, নওয়াবগঞ্জ হেরী মোহন গবর্মেন্ট হাইস্কুল ও নওগাঁ জেলা স্কুল।

কুমিল্লা শিক্ষা বোর্ড

এ শিক্ষা বোর্ডে কুমিল্লা জেলা স্কুল শীর্ষ স্থান দখল করেছে। দ্বিতীয় স্থানে আছে কুমিল্লা নওয়াব ফয়েজুননেসা গবর্মেন্ট গার্লস হাইস্কুল এ্যান্ড কলেজ, কুমিল্লা কাডেট কলেজ অবস্থান তৃতীয়। চতুর্থ থেকে ২০তম পর্যন্ত অবস্থানকারী শিক্ষা প্রতিষ্ঠানের নাম ক্রমান্বয়ে লেখা হলো-- কুমিল্লা ইস্পাহানী পাবলিক স্কুল এ্যান্ড কলেজ, ফেনী গবর্মেন্ট গার্লস হাইস্কুল, কুমিল্লা ইবনে তায়েমিয়া স্কুল এ্যান্ড কলেজ, কুমিল্লা মডেল হাইস্কুল, চাঁদপুর আল আমিন একাডেমী, কুমিল্লা আওয়ার লেডি অব ফাতেমা গালর্স হাইস্কুল এ্যান্ড কলেজ, চাঁদপুর হাসান আলী গর্বমেন্ট হাইস্কুল, ফেনী গর্বমেন্ট পাইলট হাইস্কুল, কুমিল্লা শিক্ষা বোর্ড মডেল কলেজ। বি-বাড়িয়া আনন্দ গবর্মেন্ট হাইস্কুল, চাঁদপুর মাতৃপীঠ গবর্মেন্ট হাইস্কুল, হোমনা গর্বমেন্ট হাইস্কুল, কুমিল্লা ক্যান্টমেন্ট হাইস্কুল, নেয়াখালী বেগমগঞ্জ গবর্মেন্ট হাইস্কুল, নোয়াখালী জেলা স্কুল, বি-বাড়িয়া বাংলাদেশ গ্যাসফিল্ড স্কুল এ্যান্ড কলেজ, কুমিল্লা অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল।

যশোর শিক্ষা বোর্ড 

যশোর শিক্ষা বোর্ডে প্রথমস্থান অর্জন করেছে খুলনা জেলা স্কুল, মিলেটারি কলেজিয়েট স্কুল দ্বিতীয় তৃতীয় হয়েছে ঝিনাইদহ ক্যাডেট কলেজ। ক্রমান্বয়ে বাকি শীর্ষ প্রতিষ্ঠানের নাম তুলে ধরা হলো। খুলনা গবর্মেন্ট করোনেশন সেকেন্ডারি গার্লস স্কুল, কুষ্টিয়া জেলা স্কুল, খুলনা ফাতেমা হাইস্কুল, যশোর পুলিশ লাইন সেকেন্ডারি স্কুল, খুলনা ইকবালনগর সেকেন্ডারি গার্লস স্কুল। খুলনা ক্যান্টনমেন্ট পাবলিক সেকেন্ডারি স্কুল, যশোর দাউদ পাবলিক স্কুল, কুষ্টিয়া বর্ডার গার্ড পাবলিক সেকেন্ডারি স্কুল, যশোর শেখ আকিজ উদ্দিন হাইস্কুল, খুলনা গবর্মেন্ট ল্যাবরেটরি হাইস্কুল, খুলনা কলেজিয়েট গার্লস স্কুল, যশোর জেলা স্কুল, সাতক্ষীরা গবর্মেন্ট হাইস্কুল, যশোর গার্লস হাইস্কুল, কুষ্টিয়া গবর্মেন্ট সেকেন্ডারি স্কুল, খুলনা গবর্মেন্ট গার্লস হাইস্কুল ও খুলনা পাবলিক কলেজ।

চট্টগ্রাম শিক্ষা বোর্ড

চিটাগাং কলেজিয়েট স্কুল প্রথমস্থান অধিকার করেছে। দ্বিতীয় ডা. খস্তগীর গবর্মেন্ট গার্লস হাইস্কুল, ফৌজদারহাট ক্যাডেট কলেজ তৃতীয় হয়েছে। বাংলাদেশ মহিলা সমিতি গার্লস হাইস্কুল এ্যান্ড কলেজ চতুর্থ। চিটাগাং ইস্পাহানী পাবলিক স্কুল এ্যান্ড কলেজ পঞ্চম। ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল ষষ্ঠ। সপ্তম সিলভার বেলস গার্লস হাইস্কুল, অষ্টম স্থান দখল করেছে চিটাগাং পাবলিক স্কুল এ্যান্ড কলেজ, চিটাগাং গবর্মেন্ট হাইস্কুল নবম, দশম হয়েছে চিটাগাং গবর্মেন্ট মুসলিম হাইস্কুল। ১১তম থেকে ২০তম পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানের নাম ক্রমান্বয়ে তুলে ধরা হলো। নাসিরাবাদ গর্বমেন্ট হাইস্কুল, চিটাগাং গবর্মেন্ট গার্লস হাইস্কুল, জোরারগঞ্জ বৌদ্ধ হাইস্কুল, চিটাগাং নৌবাহিনী হাইস্কুল এ্যান্ড কলেজ, সেন্ট প্ল্যাসিডস হাইস্কুল, কক্সবাজার গবর্মেন্ট বয়েজ হাইস্কুল, চিটাগাং ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল এ্যান্ড কলেজ, কক্সবাজার গবর্মেন্ট গার্লস হাইস্কুল, চিটাগাং অপর্ণা চরণ সিটি কর্পোরেশন গার্লস হাইস্কুল, সাউথ পয়েন্ট স্কুল এ্যান্ড কলেজ।

বরিশাল শিক্ষা বোর্ড 

এ শিক্ষা বোর্ডে সেরাস্থান দখল করে নিয়েছে বরিশাল ক্যাডেট কলেজ। দ্বিতীয় স্থানে আছে বরিশাল গবর্মেন্ট গার্লস হাইস্কুল, তৃতীয় হয়েছে বরিশাল জেলা স্কুল। অপর শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা ক্রমান্বয়ে লেখা হলো। পিরোজপুর গবর্মেন্ট সেকেন্ডারি স্কুল, ভোলা গবর্মেন্ট সেকেন্ডারি স্কুল, তাসলিমা মেমোরিয়াল একাডেমী, বরগুনা, পটুয়াখালী গবর্মেন্ট জেলা হাইস্কুল, পিরোজপুর গবর্মেন্ট হাইস্কুল, আমতলী একে হাইস্কুল, পটুয়াখালী গবর্মেন্ট গার্লস হাইস্কুল, স্বরূপকাঠী কলেজিয়েট একাডেমী, বরিশাল কারফা পাবলিক একাডেমী, ঝালকাঠী বয়েজ সেকেন্ডারি স্কুল। বরিশাল মডেল স্কুল এ্যান্ড কলেজ, শেরে-ই বাংলা সেকেন্ডারি গার্লস স্কুল, বাউফল আদর্শ গার্লস সেকেন্ডারি স্কুল, হাবিবপুর সেকেন্ডোরি গার্লস স্কুল, বরিশাল, হাবিবপুর সেকেন্ডারি স্কুল দৌলতখান গবর্মেন্ট সেকেন্ডারি স্কুল, বরিশাল কলেজিয়োট সেকেন্ডারি স্কুল।

সিলেট শিক্ষা বোর্ড

এ শিক্ষা বোর্ডে প্রথমস্থান অর্জন করেছে সিলেট ক্যাডেট কলেজ। দ্বিতীয় স্থান দখল করে নিয়েছে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজ। তৃতীয় হয়েছে সিলেট গবর্মেন্ট পাইলট হাইস্কুল। চতুর্থ থেকে ২০তম স্থান অর্জনকারী শিক্ষা প্রতিষ্ঠানের নামে সিরিয়াল অনুযায়ী উল্লেখ করা হলো-- সিলেট ব্লুবার্ড হাইস্কুল, সিলেট স্কলার্স হোম, সিলেট গবর্মেন্ট অগ্রগামী গার্লস হাইস্কুল, দি বার্ডস রেসেডেন্সিয়াল মডেল স্কুল এ্যান্ড কলেজ, হবিগঞ্জ গোবিন্দপুর হাইস্কুল, হবিগঞ্জ গবর্মেন্ট হাইস্কুল, মৌলভীবাজার বিটিআরআই হাইস্কুল, হবিগঞ্জ বিকেজিসি গবর্মেন্ট গার্লস হাইস্কুল, সিলেট বর্ডার গার্ড পাবলিক স্কুল এ্যান্ড কলেজ, সিলেট শাহজালাল জামিয়া ইসলামিয়া স্কুল এ্যান্ড কলেজ, মৌলভী বাজার ফ্লাওয়ার্স কেজি এ্যান্ড হাইস্কুল, মৌলভীবাজার গবর্মেন্ট হাইস্কুল, সিলেট ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি স্কুল, সুনামগঞ্জ গবর্মেন্ট জুবলী হাইস্কুল, সিলেট আল-আমিন জামিয়া ইসলামিয়া হাইস্কুল, মৌলভীবাজার রাশেদ উদ্দিন হাইস্কুল, সিলেট মডেল স্কুল এ্যান্ড কলেজ।

 

দিনাজপুর শিক্ষা বোর্ড

দিনাজপুর শিক্ষা বোর্ডে সবার উপরের স্থানে রয়েছে আমেনা বাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল, সৈয়দপুর গবর্মেন্ট টেকনিক্যাল হাইস্কুল এ্যান্ড কলেজ দ্বিতীয়, তৃতীয় হয়েছে রংপুর ক্যাডেট কলেজ। এ শিক্ষা বোর্ডে ২০তম শিক্ষা প্রতিষ্ঠানের অপর শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নামের তালিকা সিরিয়াল অনুযায়ী তুলে ধরা হলো -- দি মিলিনিয়াম স্টার্স স্কুল এ্যান্ড কলেজ, রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজ, ঠাকুরগাঁও গবর্মেন্ট বয়েজ হাইস্কুল, সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজ। দিনাজপুর জেলা স্কুল, রংপুর জেলা স্কুল, পঞ্চগড় বিপি গবর্মেন্ট হাইস্কুল, পুলিশ লাইন স্কুল এ্যান্ড কলেজ, রংপুর, কুড়িগ্রাম গবর্মেন্ট হাইস্কুল, আহমেদ উদ্দিন শাহ শিশু নিকেতন, গাইবান্ধা, রংপুর গবর্মেন্ট হাইস্কুল, দিনাজপুর আদর্শ হাইস্কুল, ঠাকুরগাঁও গবর্মেন্ট গার্লস হাইস্কুল, নীলফামারী গবর্মেন্ট হাইস্কুল, দিনাজপুর গবর্মেন্ট গার্লস হাইস্কুল, পঞ্চগড় গবর্মেন্ট গার্লস হাইস্কুল, নীলফামারী লায়ন্স হাইস্কুল এ্যান্ড কলেজ, গাইবান্ধা গবর্মেন্ট বয়েজ হাইস্কুল, রংপুর বীর উত্তম শহীদ সামাদ হাইস্কুল।

কারিগরি শিক্ষা বোর্ড 

ইউসিইপি ঢাকা টেকনিক্যাল স্কুল প্রথম স্থান অধিকার করেছে। পরের স্থানটি আছে একে খান ইউসেপ টেকনিক্যাল স্কুল। তৃতীয় হয়েছে ইউসিইপি রাজশাহী টেকনিক্যাল স্কুল। অন্য ১৭টি শিক্ষা প্রতিষ্ঠানের নাম ক্রমান্বয়ে লেখা হলো -- ইউসিইপি মহসীন টেকনিক্যাল স্কুল খুলনা, কলাগাছিয়া ইউনিয়ন হাইস্কুল নারায়ণগঞ্জ, বাওয়ানী হাইস্কুল ঢাকা, সুটি বিএম পাইলট হাইস্কুল টাঙ্গাইল, সোসাইটি অব সোস্যাল রিফর্ম হাইস্কুল সাভার, চিটাগাং টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, শরীয়তপুর ইদিলপুর পাইলট হাইস্কুল, নড়াইল লোহাগড়া পাইলট হাইস্কুল, মিজমিজি পশ্চিমপাড়া হাইস্কুল, মিজমিজি পাইনাদী হেকমত আলী হাইস্কুল, টাঙ্গাইল মুশউদ্দি আফাজ উদ্দিন হাইস্কুল, জামালপুর জাওলা গোপালপুর এমএল হাইস্কুল, বোদা পাইলট গার্লস হাইস্কুল পঞ্চগড়, টাঙ্গাইল বেলায়েত হোসেন বহুমুখী উচ্চ বিদ্যালয়, দুলহাজরা মল্টিলেটেরাল হাইস্কুল, কাদেরীয়া টেক্সটাইল মিলস আডিয়ার হাইস্কুল, গাজীপুর, কিশোরগঞ্জ মাল্টিলেটেরাল হাইস্কুল, নীলফামারী।

মাদ্রাসা শিক্ষা বোর্ড 

তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা গাজীপুর হয়েছে প্রথম। দ্বিতীয় তাজিমুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসা উত্তরা। তৃতীয় হয়েছে দারুননাজাত সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা। চতুর্থ থেকে ২০তম স্থান অর্জনকারী প্রতিষ্ঠানের নাম নিম্মে ক্রমান্বয়ে লেখা হলো -- তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা যাত্রাবাড়ী, ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা, সার্সিনা দারুসসুন্নাত কামিল মাদ্রাসা, জামিয়া আহমেদীয়া সুন্নীয়া মহিলা দাখিল মাদ্রাসা, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা ডেমরা, পাবনা ইসলামীয়া আলিম মাদ্রাসা, জামিয়া-ই কাশেমিয়া কামিল মাদ্রাসা নরসিংদী, দাপ সাতঘরা বায়তুল মোকাররম কামিল মাদ্রাসা, উত্তর বাড্ডা ইসলামীয়া কামিল মাদ্রাসা, ভা-ারীয়া এসই ফয়জুল মাদ্রাসা, হাফেজ আব্দুর রাজ্জাক জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা লালাবাগ, টুমচর ফাজিল মাদ্রাসা, জামিয়া আহমেদিয়া সুন্নীয়া কামিল মাদ্রাসা চিটাগাং, নামাজঘর গাউসুল আজম কামিল মাদ্রাসা নওগাঁও, চিটাগাং কামেলে ইশক মুস্তফা আলিম মাদ্রাসা, পুনাহুরা নেসারিয়া আলিম মাদ্রাসা পটুয়াখালী ও খুলনা কামিল মাদ্রাসা।


 আরএম/৯/৫-১

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)